সোমবার | ১২ জানুয়ারি, ২০২৬ | ২৮ পৌষ, ১৪৩২

‘কাঞ্চন বলেছিল, ২৭ বছর বয়সে মা হবি?’

বিনোদন ডেস্ক: বিয়ের সাড়ে ৮ মাসের মাথায় বাবা-মা হয়েছেন ভারতীয় সিনেমার কমেডিয়ান কাঞ্চন মল্লিক ও অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ। গত ২ নভেম্বর সন্ধ্যায় কন্যা সন্তানের জন্ম দেন শ্রীময়ী।

নতুন মা হওয়ার পর রাতে খুব একটা ঘুম হচ্ছে না শ্রীময়ীর। তিনি ক্লান্ত হয়ে পড়লে মেয়েকে কোলে নিয়ে রাত জাগেন বাবা কাঞ্চন মল্লিক। যদিও শ্রীময়ীর রাত জাগা শুরু হয় মেয়ে গর্ভে থাকাকালীন।

বিনিদ্র রজনী কাটালেও ক্লান্তি নেই শ্রীময়ীর। কারণ মা হওয়ার সিদ্ধান্ত শ্রীময়ীরই। বয়স বিবেচনা করে কাঞ্চন বারণ করেছিলেন। এ বিষয়ে শ্রীময়ী চট্টরাজ বলেন, “শ্রীময়ীর কথায়, কাঞ্চন বলেছিল, ২৭ বছর বয়সে মা হবি? আর একটু সময় নে। কিন্তু আমি আর সময় নষ্ট করতে চাইনি। আমরা একসঙ্গে অনেক ঘুরেছি, অনেক সময় কাটিয়েছি, একা বাড়িতে কাটিয়েছি। এবার তিনজনে একসঙ্গে সময় কাটাতে চাই।”

অভিনেত্রী অনিন্দিতা দাসকে ভালোবেসে প্রথম সংসার শুরু করেছিলেন অভিনেতা কাঞ্চন মল্লিক। ২০১০ সালে ভেঙে যায় এ সংসার। তাদের সাড়ে সাত বছরের সংসার ছিল। এরপর পিংকি বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন কাঞ্চন। গত ১০ জানুয়ারি ৯ বছরের দাম্পত্য জীবনের ইতি টানেন তারা। এ সংসারে তাদের একটি পুত্রসন্তান রয়েছে।

দ্বিতীয় সংসার ভাঙার এক মাসের মাথায় অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজকে বিয়ে করেন ৫৩ বছর বয়সি কাঞ্চন। গত ১৪ ফেব্রুয়ারি ২৭ বছর বয়সি এই অভিনেত্রীকে রেজিস্ট্রি বিয়ে করেন তিনি। এরপর সামাজিক রীতি মেনে ২৬ বছরের ছোট শ্রীময়ীকে ঘরে তুলেন কাঞ্চন।

মূলত, পিংকির সঙ্গে সংসার চলাকালীন কাঞ্চনের জীবনে শ্রীময়ীর আগমন ঘটে। পরকীয়ার অভিযোগ, অসম বয়স নিয়ে দারুণভাবে সমালোচনার মুখে পড়েছিলেন কাঞ্চন-শ্রীময়ী। বিয়ের পর এ সমালোচনার আগুন আরো ছড়িয়ে পড়েছিল। সমালোচনা-বিতর্ক নিয়ে একাধিকবার কথাও বলেছেন কাঞ্চন-শ্রীময়ী।

© 2026 republicdhaka.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM