সোমবার | ১২ জানুয়ারি, ২০২৬ | ২৮ পৌষ, ১৪৩২

‘আপত্তিকর’ মন্তব্য, অভিনেত্রী গ্রেপ্তার

বিনোদন ডেস্ক: তেলেগু ভাষাভাষীর মানুষদের নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্য করার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে দক্ষিণী সিনেমার অভিনেত্রী কস্তুরি শঙ্করকে। শনিবার (১৬ নভেম্বর) ভারতের হায়দরাবাদ থেকে গ্রেপ্তার করা হয় ‘অন্নমায়া’খ্যাত এই অভিনেত্রীকে।

গত ৩ নভেম্বর তামিলনাড়ুর এক জনসভায় বক্তব্য দেওয়ার সময়ে ‘ইন্ডিয়ান’ অভিনেত্রী কস্তুরি শঙ্কর বলেছিলেন, ‘তেলেগু জনগণ সেই গণিকাদের বংশধর, যারা প্রাচীনকালে রাজাদের সেবা করতেন।’

অভিনেত্রী কস্তুরির এ বক্তব্যের পর তেলেগু জনগণের মাঝে ক্ষোভ সৃষ্টি হয়। তামিল নাড়ুর বিজেপি নেতা ডা. পোঙ্গুলেতি সুধাকর জোরালো প্রতিবাদ করেন এবং ক্ষমা চাওয়ার দাবি জানান। এরপর চেন্নাইয়ের এগমোর থানায় অভিনেত্রীর বিরুদ্ধে মামলা দায়ের হয়।

পরবর্তীতে সোশ্যাল মিডিয়ায় একটি বিবৃতি প্রকাশ করে পুরো ঘটনার জন্য ক্ষমা প্রার্থনা করেন কস্তুরি। এ বিবৃতিতে তিনি বলেন, ‘তেলেগু ভাষাভাষীদের হৃদয়ে আঘাত করার উদ্দেশ্যে এ বক্তব্য দিইনি। কেউ যদি আহত হয়ে থাকেন, তার জন্য দুঃখ প্রকাশ করছি। আমি আমার বক্তব্য প্রত্যাহার করছি।’

মামলা হওয়ার পর মাদ্রাজ হাইকোর্টের মাদুরাই বেঞ্চে আগাম জামিনের আবেদন করেছিলেন ৫০ বছর বয়সি অভিনেত্রী কস্তুরি শঙ্কর। তবে তার সেই আগাম জামিন আবেদন খারিজ করে দেন আদালত। পাশাপাশি আদালত বলেন— ‘উনার মতো পরিচিত মুখদের প্রকাশ্যে কোনো কথা বলার আগে দুইবার ভাবা উচিত। অভিনেত্রী নিজের মন্তব্যের জন্য ক্ষমা চেয়েছিলেন। কিন্তু সেটাও আন্তরিক ছিল না।’ তথ্যসূত্র: নিউজ১৮

© 2026 republicdhaka.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM