রবিবার | ১১ জানুয়ারি, ২০২৬ | ২৭ পৌষ, ১৪৩২

রাওয়ালপিন্ডি টেস্টের তৃতীয় দিনে দারুণ জবাব বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক: রাওয়ালপিন্ডি টেস্টে বাংলাদেশের অবস্থা নির্ভর করছে লিটন-মুশফিকের ওপর। তৃতীয় দিনটা বেশ ভালোভাবে কেটেছে সফরকারীদের। দিন শেষে ৫ উইকেটে ৩১৬ রান সংগ্রহ করেছে বাংলাদেশ দল। স্বাগতিকদের চেয়ে এখনো পিছিয়ে ১৩২ রান। লিটন ৫২ ও মুশফিক ৫৫ রানে অপরাজিত আছেন। কোনো উইকেটে না হারিয়ে ২৭ রানে আজ তৃতীয় দিনের খেলা শুরু করে বাংলাদেশ। প্রথম সেশনে ১৩৬ রানে হারায় ২ উইকেটে। দ্বিতীয় সেশনেও হারিয়েছে গুরুত্বপূর্ণ ২টি উইকেট, বিপরীতে এই সেশনে রান জমা করেছে ৬৩।

লিটন- মুশফিকের সৌজন্যে তৃতীয় সেশনটাও কেটেছে দারুণ। ১ উইকেট হারিয়ে বাংলাদেশ তোলে ১১৫ রান। ষষ্ঠ উইকেটে মুশফিক-লিটনের ৯৮ রানের জুটিতে ভালো অবস্থায় বাংলাদেশও।

তার আগে দুই বছরের বেশি সময় পর সাদমান ইসলামের ফেরাটাও হয়েছে দুর্দান্ত। কিন্তু দ্বিতীয় সেশনের শেষ বলে উজ্জ্বল প্রত্যাবর্তনটা আক্ষেপে রূপ নেয় বাঁহাতি ওপেনারের। ৭ রানের জন্য হাতছাড়া হয়েছে সেঞ্চুরি। সাদমানের সেঞ্চুরির আক্ষেপের পরও রাওয়ালপিন্ডি টেস্টের প্রথম ইনিংসে দারুণ জবাব দিচ্ছে বাংলাদেশও। পাকিস্তানের পেসার খুররম নিয়েছেন ২টি উইকেট।

দিনের শুরুতেই বাংলাদেশের উদ্বোধনী জুটি ভেঙে যায়। ১৭ তম ওভারের পঞ্চম বলে নাসিম শাহকে পয়েন্ট দিয়ে কাট করতে যান জাকির হাসান। ব্যাট ছুঁয়ে পেছনে যায় বল, বাঁ-দিকে ঝাঁপিয়ে দারুণভাবে লুফে নেন পাকিস্তানি উইকেটরক্ষক মোহাম্মদ রিজওয়ান। ৫৮ বলে ১ চারে ১২ রান করেন জাকির।

৩১ রানে প্রথম উইকেট হারানোর পর ব্যাটিংয়ে নামেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ওপেনার সাদমান ও শান্ত জুটি বড় করার চেষ্টা করেন। সেটি হতে দেননি খুররম শাহজাদ। ২৭ তম ওভারের শেষ বলে খুররমের দারুণ এক ইনসুইংয়ে বোল্ড হয়ে ফেরেন শান্ত (১৬)। ভাঙে ২২ রানের জুটি।

৫৩ রানে দুই উইকেট হারানো বাংলাদেশ তৃতীয় উইকেটে শুরুর ধাক্কা সামলে ওঠে। ছন্দে থাকা মুমিনুল হককে সঙ্গে নিয়ে ৯৪ রানের দারুণ একটি জুটি গড়েন সাদমান। দুজনে তুলে নেন ফিফটিও। ১৯ তম টেস্ট সেঞ্চুরির পর খুররাম শান্তকে আউট করা প্রায় একই রকম ডেলিভারিতে বোল্ড করেন মুমিনুলকে (৫০)। ব্যাট-প্যাডের মাঝ দিয়ে স্টাম্পের লালবাতি জ্বালিয়ে দেয় বল।

চতুর্থ উইকেটে মুশফিকের সঙ্গে আরেকটি জুটি গড়েন সাদমান। এগোচ্ছিলেন সেঞ্চুরির দিকে। ৬৬ তম ওভারে মোহাম্মদ আলীর গুড লেংথের বল ড্রাইভ করতে গিয়ে লাইন মিস করেন সাদমান। বোল্ড হয়ে ফেরেন ১৮৩ বলে ৯৩ রান করে। ইনিংসে ছিল ১২টি চারের বাউন্ডারি। ছয় নম্বরে ব্যাটিংয়ে নেমে সুবিধা করতে পারেননি সাকিব আল হাসান। সায়েম আইয়ুবের বলে কাভারে শান মাসুদকে সহজ ক্যাচ দিয়ে ফেরেন ১৫ রানে। এআরএস

 

© 2026 republicdhaka.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM