বৃহস্পতিবার | ১৫ জানুয়ারি, ২০২৬ | ১ মাঘ, ১৪৩২

স্কুলে ভর্তিতে লটারি পদ্ধতি বাতিলের দাবি, মিরপুরে সড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক: লটারি পদ্ধতিতে ভর্তি প্রক্রিয়া বাতিলের দাবিতে রাজধানীর মিরপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের শিক্ষার্থীরা। রোববার সকাল থেকে বিক্ষোভে নেমেছেন ছাত্ররা।

জানা গেছে, এদিন সকাল ১০টার পর ছাত্ররা কলেজ থেকে বের হয়ে আসাদগেট এলাকায় গণভবনের সামনের সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন ছাত্ররা। বিক্ষোভকারীদের দাবি, চলমান লটারি পদ্ধতি বাতিল করে ভর্তি পরীক্ষা চালু করে করতে হবে।

তাদের দাবি, লটারি পদ্ধতির কারণে নানা সময়ে বৈষম্যের শিকার হন ছাত্ররা।

এদিকে রাস্তা অবরোধ করায় ঐ এলাকায় যানজট সৃষ্টি হয়েছে।

প্রসঙ্গত, গত ১২ নভেম্বর দেশের সব সরকারি ও বেসরকারি (মহানগরী ও জেলার সদর উপজেলা পর্যায়ের) মাধ্যমিক বিদ্যালয়ে ২০২৫ শিক্ষাবর্ষে ডিজিটাল লটারির মাধ্যমে ভর্তির প্রক্রিয়া শুরু হয়, যা চলবে ৩০ নভেম্বর পর্যন্ত।

© 2026 republicdhaka.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM