মঙ্গলবার | ১৩ জানুয়ারি, ২০২৬ | ২৯ পৌষ, ১৪৩২

জীবাশ্ম জ্বালানি ব্যবহারের পক্ষের ক্রিস রাইটকে জ্বালানিমন্ত্রী করছেন ট্রাম্প

রয়টার্স: যুক্তরাষ্ট্রের জ্বালানি তেল ও গ্যাস শিল্পের প্রধান নির্বাহী কর্মকর্তা ক্রিস রাইটকে জ্বালানিমন্ত্রী করার ঘোষণা দিলেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রাইটের অবস্থান জীবাশ্ম জ্বালানি ব্যবহারের পক্ষে। এই ক্রিসকে নতুন প্রশাসনে জ্বালানিমন্ত্রী করার কথা গতকাল শনিবার জানিয়েছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
লিবার্টি এনার্জি নামের ডেনভারভিত্তিক একটি তেলক্ষেত্র পরিষেবা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও সিইও ক্রিস। তেল-গ্যাসের সর্বোচ্চ উৎপাদনের পক্ষে ট্রাম্পের পরিকল্পনায় ক্রিস সমর্থন দেবেন বলে ধারণা করা হচ্ছে। সেই সঙ্গে তিনি বিদ্যুতের উৎপাদন বাড়ানোর উপায় খুঁজতে ট্রাম্পের পরিকল্পনাকে এগিয়ে নেবেন। কয়েক দশকের মধ্যে প্রথমবারের মতো এর চাহিদা ক্রমেই বাড়ছে।
জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াইয়ে বিশ্বব্যাপী সহযোগিতার বিষয়ে ট্রাম্পের বিরোধিতায় পাশে থাকবেন ক্রিস। তিনি জলবায়ু কর্মীদের ‘উদ্বেগজনক’ বলেও অভিহিত করেছেন। সেই সঙ্গে বৈশ্বিক উষ্ণায়ন মোকাবিলায় ডেমোক্র্যাটদের প্রচেষ্টাকে সোভিয়েত-শৈলীর সাম্যবাদের সঙ্গে তুলনা করেছেন তিনি।
নিজের লিংকডইনে পোস্ট করা একটি ভিডিওতে গত বছর ক্রিস বলেছিলেন, ‘জলবায়ু সংকট বলে আদতে কিছু নেই। আর আমরা জ্বালানি ব্যবহারের রূপান্তরের মধ্যেও নেই।’

© 2026 republicdhaka.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM