মঙ্গলবার | ১৩ জানুয়ারি, ২০২৬ | ২৯ পৌষ, ১৪৩২

প্রতিবাদ জানাতে পার্লামেন্টে নেচে নেচে বিল ছিঁড়লেন তরুণী এমপি

আন্তর্জাতিক ডেস্ক: প্রাচীন মাওরি জনজাতির ‘অধিকার কেড়ে নেওয়া’ সংক্রান্ত বিতর্কিত বিল নিয়ে নিউজিল্যান্ডের পার্লামেন্টে দেখা গেল ভিন্ন এক দৃশ্য। তীব্র বিতর্ক, ব্যক্তিগত আক্রমণ এবং হাকডাক চলে সংসদজুড়ে। কনিষ্ঠতম এমপি হানা-রাউহিতি কারিরিকি মাইপি-ক্লার্ক (মাইপি ক্লার্ক) ‘প্রতিবাদী নাচে’ ছিঁড়ে ফেলেন বিলের কপি।
নিউজিল্যান্ডের জোট সরকারের ক্ষুদ্র অংশীদার লিবার্টেরিয়ান অ্যাক্ট পার্টি বিলটি উত্থাপন করে এবং গত বৃহস্পতিবার তা প্রথম পাঠ হয়। এ সময় অন্যান্য দলের লোকজনও প্রতিবাদে যোগ দিলে পার্লামেন্ট সাময়িকভাবে স্থগিত করা হয়।
প্রাচীনকাল থেকে মাওরি সংস্কৃতির নৃত্যের একটি অংশ হলো ‘হাকা’। এটিকে ওই জনজাতি গর্ব, শক্তি এবং ঐক্য প্রদর্শনের প্রতীক বলে মনে করেন। মূলত এই ‘হাকা’ পরিবেশন করেই ভিন্নরকম প্রতিবাদটি করেন মাইপি ক্লার্ক।
সাম্প্রতিক তথ্য অনুসারে, নিউজিল্যান্ডের জনসংখ্যার প্রায় ১৮ শতাংশ নিজেদেরকে মাওরি হিসাবে বিবেচনা করে। তারা স্বাস্থ্য ও শিক্ষার মতো বিষয়গুলোর ক্ষেত্রে সাধারণ জনগণের তুলনায় অনেকাংশে সুবিধাবঞ্চিত রয়েছে।
ব্রিটিশদের উপনিবেশের সময় ১৮৪০ সালের ৬ ফেব্রুয়ারি নিউজিল্যান্ডের উত্তর দ্বীপের মাওরি প্রধানরা একটি চুক্তি সই করেন, যা ‘ওয়েতাঙ্গির চুক্তি’ নামে পরিচিত। নতুন আইনে নিউজিল্যান্ডের ওয়েতাঙ্গির চুক্তি এবং এটি যেভাবে হয়ে আসছে, তা পরিবর্তন করা হবে।
এক ভিডিওতে দেখা যায়, এমপি মাইপি ক্লার্ক ‘হাকা’র নেতৃত্ব দেওয়ার সময় নতুন বিলটির একটি কপি ছিঁড়ে ফেলেন।বিলের প্রতিবাদে নিউজিল্যান্ডে হাজারো মানুষ নয় দিনের ‘হিকোই’ (শান্তিপূর্ণ পদযাত্রা) শুরু করেছে। আগামী মঙ্গলবার রাজধানী ওয়েলিংটনে বড় ধরনের বিক্ষোভের জন্য তারা জড়ো হবেন।

© 2026 republicdhaka.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM