সোমবার | ১২ জানুয়ারি, ২০২৬ | ২৮ পৌষ, ১৪৩২

গায়ক মিকাকে পাকিস্তানি ভক্তের ৪ কোটি টাকা মূল্যের উপহার

বিনোদন ডেস্ক: মঞ্চে গান গাইছেন বলিউডের প্লেব্যাক গায়ক মিকা সিং। হঠাৎ মঞ্চে উঠেন তার এক ভক্ত। গান থামিয়ে দেন মিকা। এরপর তার গলায় ওই ভক্ত পরিয়ে দেন সাদা রঙের মোটা একটি চেইন। ডান হাতে পরিয়ে দেন ব্রেসলেট, বাঁ হাতে ঘড়ি। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিও ক্লিপে এমন দৃশ্য দেখা যায়; যা এখন রীতিমতো ভাইরাল।

ইন্ডিয়া টুডে জানিয়েছে, সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের মিসিসিপির বিলোক্সিতে মিকা সিংয়ের একটি কনসার্ট ছিল। সেখানেই এ ঘটনা ঘটে। মিকাকে যে ভক্ত উপহার দিয়েছেন তিনি পাকিস্তানের নাগরিক, আমেরিকায় বসবাস করেন। মিকাকে দেওয়া ঘড়িটি রোলেক্স ব্র্যান্ডের। যার বাজার মূল্য ৩ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ৪ কোটি ২৪ লাখ টাকার বেশি)। তবে মিকাকে দেওয়া গলার চেইন ও ব্রেসলেট কিসের তৈরি তা জানা যায়নি।

মঞ্চে পারফর্ম করার সময়ে এমন ঘটনা দেখে নেটিজেনদের অনেকেই বিস্ময় প্রকাশ করেছেন। আরো বিস্মিত হয়েছেন এসব উপহার দেখে। বিষয়টি নিয়ে নেটিজেনদের কেউ কেউ আপত্তি তুলেছেন। একজন লেখেন, ‘এই উপহার গ্রহণ করা মিকার উচিত হয়নি।’ নিলুফার খান লেখেন, ‘এসব উপহার গরীবদের দিয়ে দেন, ওদের কাছে কোনো টাকা নেই।’ কেউ কেউ আবার বলছেন, ‘ভক্ত হলে এমনই হওয়া উচিত।’ এমন অনেক মন্তব্যই ভেসে বেড়াচ্ছে কমেন্ট বক্সে।

সংগীত ক্যারিয়ারে জনপ্রিয় গান যেমন উপহার দিয়েছেন, তেমনি বিতর্কেও কম জড়াননি। এর আগে নানা কারণে খবরের শিরোনাম হয়েছেন মিকা। ২০০৬ সালে রাখি সাওয়ান্তকে একটি পার্টিতে চুমু খেয়ে খবরে এসেছিলেন তিনি। ২০১৪ সালে একটি ‘হিট অ্যান্ড রান’ মামলায় জড়িয়েছিলেন। ২০১৫ সালে একটি কনসার্টে এক ডাক্তারকে চড় মেরে বিতর্কের জন্ম দেন এই গায়ক।

© 2026 republicdhaka.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM