বৃহস্পতিবার | ১৫ জানুয়ারি, ২০২৬ | ১ মাঘ, ১৪৩২

জুমার নামাজ শেষে কাকরাইল মসজিদ ছাড়লেন সাদপন্থীরা

নিজস্ব প্রতিবেদক: কাকরাইল মসজিদে নিজেদের অবস্থান জানান দিতে পবিত্র জুমার নামাজ আদায় করেছেন সাদপন্থীরা। নামাজ শেষে মোনাজাতের পর তারা মসজিদ ছাড়তে শুরু করেন এবং কিছু সময়ের মধ্যে ফাঁকা হতে শুরু করে কাকরাইল মসজিদ ও আশপাশের এলাকা।

শুক্রবার বেলা ১টার পর সাদপন্থীরা নামাজের প্রস্তুতি নেন। নামাজ শেষে মসজিদের মাইকে উপস্থিত মুসল্লিদের গন্তব্যে চলে যাওয়ার ঘোষণা দেওয়া হয়।

সাদ অনুসারীদের এটিই হবে সব থেকে বড় জামায়াত খুদবার বক্ত্যবে এমনটাই জানিয়েছিলেন নামাজের ইমাম। পরে নামাজ শেষে মসজিদের মাইকে মুসল্লিদের অবস্থান ছেড়ে গন্তবে চলে যাওয়ার ঘোষণা দেন ইমাম।

এর আগে, কাকরাইল মসজিদে সাদপন্থী ও জুবায়েরপন্থীদের মধ্যে উত্তেজনা তৈরি হয়। দুই পক্ষের মধ্যে ২০১৭ সালে বিরোধ শুরু হয় এবং ৭ বছর ধরে প্রশাসনের সিদ্ধান্তে মসজিদে তাদের কার্যক্রম চালানো হচ্ছে—সাদপন্থীরা ২ সপ্তাহ এবং জুবায়েরপন্থীরা ৪ সপ্তাহ করে সময় পেয়ে আসছে।

এছাড়া টঙ্গী ইজতেমার মাঠ নিয়েও দুই পক্ষের বিরোধ বাড়ছে।

© 2026 republicdhaka.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM