সোমবার | ১২ জানুয়ারি, ২০২৬ | ২৮ পৌষ, ১৪৩২

শাকিবের সঙ্গী বলিউডের নায়িকা, ৮৩ হলে মুক্তি পেলো ‘দরদ’

বিনোদন ডেস্ক: দেশের হলে মুক্তি পেয়েছে শাকিব খানের সিনেমা ‘দরদ’। অনন্য মামুন পরিচালিত সিনেমাটি শুক্রবার (১৫ নভেম্বর) থেকে বাংলাদেশ-ভারতসহ ২২টি দেশে মুক্তি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতা।

তিনি বলেন, দেশে ৮৩ হলে মুক্তি দেওয়া হচ্ছে প্রথম সপ্তাহে। এছাড়াও ২২টি দেশে একযোগে মুক্তি পাচ্ছে। আমার আত্মবিশ্বাস আছে দর্শক ‘দরদ’ দেখলে খারাপ বলতে পারবেন না।

‘দরদ’ মুক্তির দুদিন আগে থেকে দেশের সর্বাধুনিক সিনে থিয়েটার স্টার সিনেপ্লেক্স-এ ছাড়া হয় অগ্রিম টিকিট। দৈনিক ২৬টি শো চালানোর ঘোষণা দিয়েছে হল কর্তৃপক্ষ।

স্টার সিনেপ্লেক্সের জ্যেষ্ঠ বিপণন কর্মকর্তা মেসবাহ উদ্দিন আহমেদ জানান, ‘দরদ’-এর অগ্রিম টিকিট বিক্রি অনেক ভালো। এ কারণে পূর্ব নির্ধারিত ২২টি শোয়ের সঙ্গে শেষ মুহূর্তে আরও ৪টি শো বাড়ানো হয়েছে।

রোমান্টিক থ্রিলার ধাঁচের সিনেমা ‘দরদ’-এ শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন বলিউড অভিনেত্রী সোনাল চৌহান। সম্প্রতি এর গান ও ট্রেলার প্রকাশিত হয়েছে। যা অনলাইনে সিনেপ্রেমীদের কাছে প্রশংসিত হয়েছে।

এতে শাকিব-সোনাল ছাড়াও অভিনয় করছেন শহীদুজ্জামান সেলিম, পায়েল সরকার, রাজেশ শর্মা, মিশা সওদাগর, এলিনা শাম্মী, জেসিয়া ইসলাম, রাহুল দেব প্রমুখ।

© 2026 republicdhaka.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM