সোমবার | ১২ জানুয়ারি, ২০২৬ | ২৮ পৌষ, ১৪৩২

৭ ওভারের ম্যাচে পাকিস্তানের বড় হার

স্পোর্টস ডেস্ক: ব্রিসবেনে অস্ট্রেলিয়া ও পাকিস্তানের প্রথম টি-টোয়েন্টি ম্যাচটি বৃষ্টির কারণে নেমে এলো ৭ ওভারে। সেখানে অস্ট্রেলিয়া আগে ব্যাট করে ৪ উইকেট হারিয়ে ১৩.২৮ গড়ে তোলে ৯৩ রান। জবাব দিতে নেমে পাকিস্তান ৭ ওভারে ৯ উইকেটে ৬৪ রানের বেশি করতে পারেনি। ওয়ানডে সিরিজ হারা অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি সিরিজ শুরু করলো ২৯ রানের দারুণ জয়ে।

রান তাড়া করতে নেমে পাকিস্তান ১৬ রানেই হারিয়ে বসে ৫ উইকেট। ২৬ রানে যেতে ৬টি। প্রথম ওভারের চতুর্থ বলে সাহিবজাদা ফারহান আউট হন ৮ রান করে। পাকিস্তানের রানও তখন ছিল ৮। অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান পরের ওভারের প্রথম বলে ফিরে যান ডাক মেরে। তাদের দলীয় রান তখন ১২। ওই ওভারের শেষ বলে উসমান খাজা আউট হন ৪ রান করে। পাকিস্তানের দলীয় সংগ্রহ তখন ১৬।

একই রানে তৃতীয় ওভারের প্রথম বলে আউট হন বাবর আজম। তিনি করেন ৩ রান। নতুন ব্যাটসম্যান ইরফান খান দুই বল মোকাবিল করে কোনো রান না করেই আউট হন তৃতীয় ওভারের তৃতীয় বলে। অর্থাৎ ১৬ রানেই নেই পাকিস্তানের ৫ উইকেট! এরপর চতুর্থ ওভারের দ্বিতীয় বলে ফিরেন সালমান আগাও। তিনি করেন ৪ রান।

সেখান থেকে হাসিবুল্লাহ খান ও আব্বাস আফ্রিদি কিছুটা প্রতিরোধ গড়েন। দলীয় সংগ্রহে যোগ করেন ২৩ রান। ৪৭ রানের মাথায় ষষ্ঠ ওভারের দ্বিতীয় বলে হাসিবুল্লাহ ফিরেন ১ চার ও ১ ছক্কায় ১২ রান করে।

এরপর শাহীন আফ্রিদি ১ ছক্কায় ১১ রান করে ও নাসিম শাহ গোল্ডেন ডাক মেরে আউট হন ইনিংসের শেষ বলে। আব্বাস ২ চার ও ১ ছক্কায় ২০ রানে অপরাজিত থাকেন। পাকিস্তান ৯ উইকেট হারিয়ে ৬৪ রান পর্যন্ত যেতে পারে।

বল হাতে অস্ট্রেলিয়ার জাভিয়ের বার্টলেট ২ ওভারে ১৩ রান দিয়ে ৩টি ও নাথান এলিস ২ ওভারে ৯ রান দিয়ে ৩টি উইকেট নেন। অ্যাডাম জাম্পা ২টি এবং ১টি উইকেট নেন স্পেন্সার জনসন।

তার আগে অস্ট্রেলিয়ার ইনিংসে ঝড় তোলেন গ্লেন ম্যাক্সওয়েল। তিনি ১৯ বলে ৫ চার ও ৩ ছক্কায় ৪৩ রান করেন। মার্কাস স্টয়েনিস ৭ বলে ২ চার ও ১ ছক্কায় করেন অপরাজিত ২১ রান। এছাড়া ১০ রান করেন টিম ডেভিড। তাতে ৭ ওভারে ৯৩ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ পায় অজিরা।

পাকিস্তানের আব্বাস আফ্রিদি ১ ওভারে ৯ রান দিয়ে ২টি উইকেট নেন। ১টি করে উইকেট নেন নাসিম শাহ ও হারিস রউফ। ম্যাচসেরা হন ম্যাক্সওয়েল।

শনিবার সিডনিতে দ্বিতীয় টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া ও পাকিস্তান।

© 2026 republicdhaka.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM