সোমবার | ১২ জানুয়ারি, ২০২৬ | ২৮ পৌষ, ১৪৩২

আগামী ২৪ ঘন্টায় বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে

নিজস্ব প্রতিবেদক: বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে আগামী ২৪ ঘন্টায় বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে। এই সময়ে নতুন করে প্লাবিত হওয়ার সম্ভাবনা নেই।

শুক্রবার (২৩ আগস্ট) সকালে এক ব্রিফিংয়ে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সরদার উদয় রায়হান একথা বলেন।

তিনি জানান,হবিগঞ্জ, ফেনী, চট্টগ্রামসহ ১৩টি নদীতে আকস্মীক বৃষ্টির কারণে বন্যার পরিস্থিতি তৈরি হয়েছে। তবে, গত ২৪ ঘণ্টায় প্রধান নদীগুলোর পানি হ্রাস পেতে শুরু করেছে। ৪৮ ঘণ্টার মধ্যে নদীর পানি বিপৎসীমার নিচে নামতে পারে বলেও জানান তিনি।

ব্রিফিংয়ে আরও বলা হয়, ঢাকার আশেপাশের নদীর পানি এখনও অন্তত দেড় মিটার বিপৎসীমার নিচে আছে। বৃষ্টিপাত ও পানি বৃদ্ধি নিয়ে ভারতের সাথে নিয়মিত যোগাযোগ ছিলো। তবে, দ্বীপক্ষীয় চুক্তির আওতায় কাঠামোগত তথ্য আদান প্রদান করা হয় না বলেও জানান তিনি।

আইএফ

© 2026 republicdhaka.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM