সোমবার | ১৯ জানুয়ারি, ২০২৬ | ৫ মাঘ, ১৪৩২

অতিরিক্ত পুলিশ সুপার আলেপ উদ্দিন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: বরিশাল রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত অতিরিক্ত পুলিশ সুপার আলেপ উদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহম্পতিবার (১৪ নভেম্বর) রাজধানীর যাত্রাবাড়ী থানার একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। একইদিন তাকে আদালতে পাঠানো হয়েছে।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ডিবি) রেজাউল করিম মল্লিক গণমাধ্যমকে বলেন, ৩১তম ব্যাচের অতিরিক্ত পুলিশ সুপার আলেপ উদ্দিনকে ডিবিতে জিজ্ঞাসাবাদ শেষে যাত্রাবাড়ী থানায় হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। পরে তাকে রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।
এর আগে মঙ্গলবার (১২ নভেম্বর) দুপুর ২টার দিকে পুলিশের বরিশাল রেঞ্জের উপমহাপরিদর্শকের (ডিআইজি) কার্যালয় থেকে তাকে নিয়ে যাওয়া হয়।
বুধবার (১৩ নভেম্বর) তার স্ত্রী ওয়াফা নুসরাত গণমাধ্যমের কাছে অভিযোগ করে বলেন, বরিশালের কর্মস্থল থেকে ডিবি পরিচয়ে তার স্বামীকে কে বা কার তুলে নিয়ে গেছে। কোথায় রাখা হয়েছে- সে বিষয়ে কিছুই জানতে পারছেন না।
৩১তম বিসিএস কর্মকর্তা আলেপ উদ্দিন একসময় র‌্যাব-১১ এবং র‌্যাব সদরদপ্তরে গোয়েন্দা শাখায় কর্মরত ছিলেন। পরে তাকে পুলিশের বিশেষ শাখায় বদলি করা হয়। তিনি রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) ছিলেন।

© 2026 republicdhaka.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM