বৃহস্পতিবার | ১৫ জানুয়ারি, ২০২৬ | ১ মাঘ, ১৪৩২

বিএনপির প্রতিবাদে চীনে বাংলাদেশ দূতাবাস থেকে নামল শেখ মুজিবের ছবি !

নিজস্ব প্রতিবেদক: শেখ মুজিবুর রহমানের ছবি ও ছবি সম্বলিত নোটিশ নামিয়ে দেওয়া হয়েছে। চীনে বাংলাদেশ দূতাবাস থেকে শেখ মুজিবুর রহমানের ছবি ও ছবি সম্বলিত নোটিশ নামিয়ে দেওয়া হয়েছে। দেশটিতে বসবাসরত বিএনপি নেতাকর্মীদের প্রতিবাদের মুখে দূতাবাস কর্মীরা শেখ মুজিবের ছবি নামিয়ে ফেলেন।
স্থানীয় সময় বুধবার দুপুরে বেইজিংয়ে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে উপস্থিত হয়ে ছবি নামাতে বলেন বিএনপি নেতাকর্মীরা।

বিএনপি নেতারা বলেন, একজন স্বৈরশাসকের বিদায় হলেও বিভিন্ন জায়গায় এখনো তাদের প্রেতাত্মারা বিরাজমান। আজকে বেইজিংয়ে বাংলাদেশ দূতাবাসে প্রতিবাদ করায় তারা নিজ দায়িত্বে শেখ মুজিবুর রহমানের ছবি ও ছবি সম্বলিত নোটিশ সরিয়ে নেয়।
এসময় বিএনপি নেতা জাহিদুল ইসলাম জাহিদের নির্দেশনায় উপস্থিত ছিলেন, হোসাইন মোহাম্মদ সাখাওয়াত, শেখ মাহবুবুর রশীদ, মো. রুহুল আমিন, আসিফ হক রুপু, মো. ওয়ালী উল্লাহসহ অনেকে।

© 2026 republicdhaka.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM