বৃহস্পতিবার | ১৫ জানুয়ারি, ২০২৬ | ১ মাঘ, ১৪৩২

দেশে আনার ১৪ বছর পর জব্দ হলো বিএমডব্লিউ, কারণ কী?

নিজস্ব প্রতিবেদক:  রাজধানীর তেজগাঁওয়ের মেসার্স মাল্টিব্র্যান্ড ওয়ার্কশপ নামের একটি প্রতিষ্ঠান থেকে বিএমডব্লিউ সেভেন সিরিজের একটি গাড়ি জব্দ করা হয়েছে। মিথ্যা ঘোষণা দিয়ে আমদানির অভিযোগে দেশে আনার ১৪ বছর পর গাড়িটি জব্দ হলো। বুধবার (১৩ নভেম্বর) বিকেলে গাড়িটি জব্দ করে শুল্ক গোয়েন্দারা।
এ বিষয়ে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের যুগ্ম পরিচালক মো. মাজেদুল হক বলেন, নাগোয়া করপোরেশনের মাধ্যমে ২০১০ সালের মে মাসে গাড়িটি ছাড়করণ করা হয়। সেই সময় আমদানিকারক গাড়িটিকে বিএমডব্লিউ ফাইভ সিরিজ উল্লেখ করেন। তবে গাড়িটি সেভেন সিরিজের।
কর্মকর্তাদের ধারণা, জব্দ করা গাড়িটি মিথ্যা ঘোষণায় দলিলাদি জালিয়াতি করে আন্ডার ইনভয়েসিংয়ের মাধ্যমে শুষ্ক ফাঁকি দিয়ে চট্টগ্রাম কাস্টমস হাউস, চট্টগ্রাম দিয়ে আমদানিপূর্বক ছাড়করণ করা হয়েছে। যা কাস্টমস আইন, ২০২৩ এর সেকশন ১৮, ৩৩, ৯০, ১২৬ এর আইনের লঙ্ঘন এবং একই আইনের ২ (২৪) অনুসারে চোরাচালান হিসেবে গণ্য হওয়ার অপরাধ হয়েছে।

© 2026 republicdhaka.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM