মঙ্গলবার | ১৩ জানুয়ারি, ২০২৬ | ২৯ পৌষ, ১৪৩২

ট্রাম্প-বাইডেন বৈঠক, নির্বিঘ্নে ক্ষমতা হস্তান্তরের প্রতিশ্রুতি

আন্তর্জাতিক ডেস্ক: হোয়াইট হাউজে যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে সাক্ষাৎ করেছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট-ইলেক্ট ডোনাল্ড ট্রাম্প। গত সপ্তাহে ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচনে জেতার পর তাদের মধ্যে এটিই ছিল প্রথম বৈঠক। এতে উভয়েই আগামী জানুয়ারিতে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের বিষয়ে প্রতিশ্রুতি দিয়েছেন।
বুধবার (১৩ নভেম্বর) বাংলাদেশ সময় রাত ১০টার পর ডোনাল্ড ট্রাম্প ওভালে অফিসে পৌঁছান। এদিন স্থানীয় সময় সকালে ফ্লোরিডার বাসভবন থেকে গাড়িবহর নিয়ে তাকে বের হতে দেখা যায়। এরপর তিনি বিমানে করে ওয়াশিংটন ডিসির উদ্দেশে রওনা দেন। ওভাল অফিসে যাওয়ার আগে কিছু রাজনৈতিক কর্মসূচিতে যোগ দেন ট্রাম্প।
হোয়াইট হাউসের মুখপাত্র কারিন জ্যঁ-পিয়েরে বলেছেন, ট্রাম্প ও বাইডেনের মধ্যে দুই ঘণ্টাব্যাপী বৈঠক হয়েছে। তিনি সাংবাদিকদের আরও বলেন, এটি ছিল একটি অর্থবহ বৈঠক। যুক্তরাষ্ট্র ও বিশ্ব বর্তমানে যেসব বিষয়ের মুখোমুখি হচ্ছে, সেগুলোর পাশাপাশি জাতীয় নিরাপত্তা ও অভ্যন্তরীণ নীতি সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে তারা আলোচনা করেছেন।
ডোনাল্ড ট্রাম্প নিউ ইয়র্ক পোস্টকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, তিনি ও বাইডেন বৈঠকে মধ্যপ্রাচ্য নিয়ে অনেক কথা বলেছেন। ট্রাম্প বলেন, আমরা কোনো অবস্থানে আছি, সে বিষয়ে আমি তার (বাইডেনের) মতামত জানতে চেয়েছি। তিনি আমাকে তা বলেছেন, তিনি খুব আন্তরিক ছিলেন।
বৈঠকে বাইডেন বলেন, আমরা আগে যেমনটা বলেছি, আমরা একটি শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের প্রত্যাশা করছি। ট্রাম্পের উদ্দেশে তিনি বলেন, আপনার সুবিধার জন্য যা যা দরকার, তা নিশ্চিত করতে আমরা সর্বোচ্চ চেষ্টা করব। স্বাগতম, ফিরে আসায় আপনাকে স্বাগতম।
ডোনাল্ড ট্রাম্প জো বাইডেনকে বলেন, রাজনীতি কঠিন। অনেক ক্ষেত্রে এটা খুব সুন্দর জগত নয়। তবে আজকেরটা সুন্দর। ক্ষমতা হস্তান্তর অনেক বেশি শান্তিপূর্ণ হবে বলেও প্রত্যাশা ব্যক্ত করেন ট্রাম্প। আর এ জন্য তিনি বাইডেনের প্রশংসা করেন।
যুক্তরাষ্ট্রে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের দীর্ঘ ঐতিহ্যের অংশ হিসেবে মঙ্গলবার (১২ নভেম্বর) যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন প্রেসিডেন্ট-ইলেক্ট ডোনাল্ড ট্রাম্পকে হোয়াইট হাউজে আমন্ত্রণ জানান।
গত জুনে প্রেসিডেন্সিয়াল বিতর্কের পর এই প্রথম মি. বাইডেন ও ট্রাম্পের সাক্ষাৎ হলো। সেই বিতর্কের পর চাপের মুখে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছিলেন বাইডেন। সূত্র: বিবিসি, রয়টার্স

© 2026 republicdhaka.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM