সোমবার | ১২ জানুয়ারি, ২০২৬ | ২৮ পৌষ, ১৪৩২

বিশ্বরেকর্ড গড়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভারতের জয়

স্পোর্টস ডেস্ক: দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে জিতে লিড নিয়েছিল ভারত। তবে দ্বিতীয় ম্যাচ জিতেই সমতায় ফিরেছিল প্রোটিয়ারা। সিরিজের তৃতীয় ম্যাচে গতকাল মাঠে নেমেছিল দুই দল। সেঞ্চুরিয়নে এই ম্যাচে স্বাগতিকদের বিশ্বরেকর্ড গড়ে হারিয়েছে সফরকারীরা।আগে ব্যাট করে ২১৯ রানের বড় সংগ্রহ গড়ে সূর্যকুমার যাদবের দল। লক্ষ্য তাড়া করতে নেমে স্বাগতিকরা থামে ২০৮ রানে। তাতে ১১ রানের জয়ে সিরিজে ফের লিড নিয়েছে সফরকারীরা।
সিরিজের প্রথম ম্যাচে ৪৭ ম্যাচে সেঞ্চুরি করেছিলেন ভারতের ওপেনার সাঞ্জু স্যামসন। তবে দ্বিতীয় ম্যাচে শূন্য রানে আউট হওয়ার পর গতকাল তৃতীয় ম্যাচেও তিনি আউট হন ০ রানেই। ইনিংসের দ্বিতীয় বলেই উইকেট হারালেও ভারত বড় সংগ্রহ গড়েছে দ্বিতীয় উইকেটে অভিষেক শর্মা ও তিলক ভার্মার ১০৭ রানের জুটিতে।
সিরিজের প্রথম দুই ম্যাচে ব্যাত হাতে নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি অভিষেক। সানরাইজার্স হায়দরাবাদের হয়ে আইপিএলে আলো ছড়ানো এই ব্যাটার গতকাল ফিরেছিলেন নিজের বিধ্বংসী ফর্মে। প্রোতিয়া বোলারদের তুলোধুনো করে তিনি করেছেন ২৪ বলে ৫০ রান। ২০০ স্ট্রাইকরেটে ২৫ বলে ৫০ রানের ইনিংস খেলে তিনি সাজঘরে ফিরেন কেশইব মহারাজের বলে ক্যাচ আউট হয়ে।

© 2026 republicdhaka.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM