সোমবার | ১২ জানুয়ারি, ২০২৬ | ২৮ পৌষ, ১৪৩২

১৯ বছরের ছোট পাত্রের সঙ্গে অভিনেত্রী আমিশা প্যাটেলর প্রেম

বিনোদন ডেস্ক: ভারতীয় হিন্দি ও তেলেগু চলচ্চিত্রে অভিনয় করে জনপ্রিয়তা লাভ করেন অভিনেত্রী আমিশা প্যাটেল। ২০০০ সালে ‘কাহো না… পেয়ার হ্যায়’ ছবির মাধ্যমে অভিনয়ে তার আত্মপ্রকাশ।
এই মুহূর্তে পঞ্চাশের কোঠায় আমিশা প্যাটেল। এই বুড়ো বয়সে চুটিয়ে প্রেম করছেন বয়সে ১৯ বছরের ছোট একজনের সঙ্গে। সম্পতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেছেন, ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রাখার পর সাংবাদিকদের পক্ষ থেকে একটাই প্রশ্ন আসত, ‘আপনার কি নিজেকে এখানে বেমানান মনে হয় না?’

বলিউডে দুই যুগ পার করে দেওয়া এই অভিনেত্রী পঞ্চাশের কোঠায় গিয়ে জীবনসঙ্গী খুঁজে পেলেন। ক্যারিয়ার সমৃদ্ধ করতে আমিশা প্যাটেল যুক্তরাষ্ট্রের বস্টনে বায়ো ইঞ্জিনিয়ারিংয়ে পড়া শুরু করেছিলেন। কিন্তু তা শেষ না করে বদলে ফেলেন বিষয়। স্নাতক হন অর্থনীতিতে। পড়াশোনার শেষে বিদেশে চাকরিও পেয়েছিলেন; কিন্তু দেশে ফিরে তিনি জুড়ে যান নাট্যাভিনয়ের সঙ্গে। শুরু হয় অভিনেত্রী হয়ে ওঠার প্রস্তুতি।
একের পর এক ব্যবসা সফল ছবিতে কাজ করেছেন অভিনেত্রী। মাঝে একবার আর্থিক প্রতারণায় তার নাম জড়ায়। দীর্ঘদিন বলিউডে থাকলেও কোনো নায়কের সঙ্গে নাম জড়ায়নি তার। এবার তাকে দেখা গেল দুবাইয়ে শিল্পপতি নির্বাণ বিড়লার সঙ্গে।আমিশাকে বাহুডোরে আগলে রেখেছেন নির্বাণ। ছবিটি পোস্ট করে অভিনেত্রী লেখেন- আমার ডার্লিংয়ের সঙ্গে সুন্দর একটা সন্ধ্যা।
নির্বাণও লেখেন ‘ডার্লিং’। তাতেই শুরু হয়েছে গুঞ্জন। দুজনের বয়সের পার্থক্য অনেক। অভিনেত্রীর বয়স যেখানে ৪৯, নির্বাণ মাত্র ৩০।

© 2026 republicdhaka.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM