বৃহস্পতিবার | ১৫ জানুয়ারি, ২০২৬ | ১ মাঘ, ১৪৩২

সরকারি কর্মকর্তাদের যে বার্তা দিলেন উপদেষ্টা আসিফ

নিজস্ব প্রতিবেদক: যুব ও ক্রীড়া এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, আমলাতন্ত্র জনগণের সঙ্গে দূরত্ব বজায় রেখে চলত। জনগণের সেবক হিসেবে নিয়োগ পেয়েছেন সরকারি কর্মকর্তারা। তারা যেন জনগণের পাশে থেকে কাঙ্ক্ষিত সেবা দেন।
উপদেষ্টা বলেন, কোনো প্রভুত্বমূলক জায়গায় না থেকে দূরত্বটা যাতে কমিয়ে আনেন মাঠপর্যায়ের সব কর্মকর্তা, এ জন্য আমরা কাজ করছি। কেউ বলতে না পারে যে কার্যালয়ে সরকারি কর্মকর্তাদের পাওয়া যায় না।
বুধবার (১৩ নভেম্বর) বিকেলে টাঙ্গাইলের সন্তোষে ১৭ নভেম্বর মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভার আগে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বাংলাদেশে যে কয়টি স্টেডিয়াম রয়েছে, এর সব কটিই প্রায় অকেজো। আমরা এসব স্টেডিয়াম সংস্কারের উদ্যোগ নিয়েছি। ইতোমধ্যে বিসিবি থেকে তালিকা নেওয়া হয়েছে।
আসিফ মাহমুদ বলেন, এই অঞ্চলে যে লড়াই হয়েছে, সেই লড়াইয়ের পথ মওলানা আব্দুল হামিদ খান ভাসানী দেখিয়ে গিয়েছেন। ২০২৪-এ এত রক্তের পরও আমরা মওলানা ভাসানীর ভাষায় বলতে চাই, ‘আমাদের সংগ্রাম শেষ হয় নাই।’
এ সময় উপদেষ্টা মাহফুজ আলম, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি আনোয়ারুল আজীম আখন্দ; কবি, প্রাবন্ধিক ও রাজনৈতিক ভাষ্যকার ফরহাদ মজহার; ভাসানী ফাউন্ডেশনের মহাসচিব মাহমুদুল হক সানু প্রমুখ উপস্থিত ছিলেন।

© 2026 republicdhaka.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM