সোমবার | ১৯ জানুয়ারি, ২০২৬ | ৫ মাঘ, ১৪৩২

বিএনপি নেতার বাড়ি লুটপাট করেন আ.লীগ নেতা, অতঃপর…

জেলা প্রতিনিধি, লালমনিরহাট: লালমনিরহাটে বিএনপি নেতার বাড়ি ভাঙচুর ও লুটপাট মামলায় গ্রেপ্তার জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন সুমন খানের তিন দিনের রিমান্ড দিয়েছেন আদালত।
মঙ্গলবার (১২ নভেম্বর) সন্ধ্যায় লালমনিরহাট জেলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ৭ দিনের রিমান্ড আবেদন করলে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে গত ২ নভেম্বর সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ওই ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মজিদ মন্ডল বাদী হয়ে এক সাংবাদিকসহ ৫৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৬০ থেকে ৭০ জনের বিরুদ্ধে সদর থানায় মামলাটি দায়ের করেন।
এ মামলায় ইউনিয়ন যুবলীগের সভাপতি আলমগীর বাদশা, আওয়ামী লীগ সমর্থক ওই ইউনিয়নের চিনিপাড়া গ্রামের রতন মিয়া ও পার্শ্ববর্তী মোস্তফি এলাকার শ্রমিক লীগ নেতা মজিদুল জেল হাজতে রয়েছেন।
এর আগে গত সোমবার (১১ নভেম্বর) রাতে লালমনিরহাট থেকে পালিয়ে যাওয়ার সময় তিস্তা সেতুর টোল প্লাজা থেকে আওয়ামী লীগ নেতা সুমন খানকে গ্রেপ্তার করে লালমনিরহাট জেলা পুলিশ।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় নিরীহ ছাত্র-জনতা হত্যার অভিযোগে সুমন খানের বিরুদ্ধে ৫ আগস্টের পরে ৫টি হত্যা মামলা হয়েছে। এ ছাড়া গত অক্টোবরে সুমন খান এবং তার স্ত্রীর বিরুদ্ধে অবৈধভাবে দুইশ একচল্লিশ কোটি ঊননব্বই লাখ বিশ হাজার সত্তর টাকা উপার্জন করে ব্যাংকে রাখায় মানিলন্ডারিং আইনে মামলা করে সিআইডি লালমনিরহাট জেলার এএসপি মোহাম্মদ আব্দুল হাই সরকার।
গ্রেপ্তার আওয়ামী লীগ নেতা সুমন খানের নামে হত্যাসহ মোট ১৬টি মামলা রয়েছে বলে নিশ্চিত করেছেন সদর থানার ওসি আব্দুল কাদের।

© 2026 republicdhaka.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM