সোমবার | ১২ জানুয়ারি, ২০২৬ | ২৮ পৌষ, ১৪৩২

এবার জাপানিজ সাজে নুসরাত ফারিয়া: সরগরম নেটদুনিয়া!

বিনোদন ডেস্ক: ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। ক্যারিয়ারে ইতোমধ্যে কয়েকটি সিনেমায় অভিনয় করে দর্শকমহলে প্রশংসা কুড়িয়েছেন তিনি। শুধু অভিনয় নয়, গানেও বেশ পারদর্শী এই নায়িকা।
কাজের পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও সক্রিয় ফারিয়া। মাঝে মধ্যেই নিজের ছবি-ভিডিও ভক্তদের সঙ্গে শেয়ার করেন অভিনেত্রী। এবারও তার ব্যতিক্রম হলো না। বর্তমানে জাপানের টোকিওতে অবস্থান করছেন ফারিয়া।
মঙ্গলবার (১২ নভেম্বর) সেখান থেকেই নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে জাপানিজ লুকে ছবি দিয়ে ভক্তদের নজর কাড়লেন তিনি।
ফারিয়ার পোস্ট করা ওই ছবিতে দেখা যায়, অভিনেত্রীর পরনে রয়েছে সাদা এবং হালকা গোলাপি রংয়ের মিশেলে একটি জাপানি পোশাক। হাতে একটি ব্রেসলেট ঘড়ি, কানে ছোট দুল এবং আঙুলে পরেছেন একটি রিং। সাদা ফিতায় বেনী করা চুল আর হালকা মেকআপে দেখতে বেশ লাস্যময়ী লাগছে ফারিয়াকে।
পোস্টটি করার সঙ্গে সঙ্গে মন্তব্যে ঝড় উঠেছে অভিনেত্রীর কমেন্টসবক্সে। একজন লিখেছেন, দেখতে চমৎকার লাগছে। আরেক নেটিজেন লেখেন, মাশাআল্লাহ অনেক সুন্দর এবং গর্জিয়াস লাগছে। অভিনেত্রীর এক ভক্ত লিখেছেন, এলিগেন্ট।

© 2026 republicdhaka.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM