বৃহস্পতিবার | ১৫ জানুয়ারি, ২০২৬ | ১ মাঘ, ১৪৩২

সন্ত্রাস ও উগ্রতা সৃষ্টির অভিযোগে ইসকনকে নিষিদ্ধ করার দাবি

নিজস্ব প্রতিবেদক: সন্ত্রাস ও উগ্রতা সৃষ্টি কারার অভিযোগে হিন্দুত্ববাদী সংগঠন ইসকনকে নিষিদ্ধ করার দাবি জানিয়েছে ঢাকা ওলামা ঐক্য পরিষদ।বুধবার (১৩ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘ইসকন কর্তৃক যৌথ বাহিনীর ওপর হামলা ও দেশ বিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে আয়োজিত এক মানববন্ধনে’ এ দাবি জানানো হয়েছে।
মানববন্ধনে ঢাকা ওলামা ঐক্য পরিষদের বক্তারা বলেন, বিগত ৬ নভেম্বর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ইসকন নিয়ে দেওয়া পোস্টের ঘটনাকে কেন্দ্র করে যৌথ বাহিনীর ওপর দফায় দফায় হামলা চালিয়েছে একদল দুর্বৃত্ত। এতে তিন সেনা সদস্য ও কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন।সেনাবাহিনীর জিপ এবং পিকআপ ভাঙচুর করা হয়েছে। এ ভয়াবহ সন্ত্রাসী হামলার সঙ্গে ইসকন সদস্যরা জড়িত বলে সংবাদ পাওয়া গেছে।
এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয় মানববন্ধন থেকে। বক্তারা আরও বলেন, আমরা স্পষ্টভাবে বলতে চাই, ইসকন কোনো ধর্মীয় সংগঠন নয়। এটি একটি আন্তর্জাতিক বিশৃঙ্খলা সৃষ্টিকারী দল। পৃথিবীর বিভিন্ন দেশে ইতোমধ্যে ইসকনকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। ইসকন সনাতনের কোনো ধর্মীয় সংগঠন নয়। আমাদের হিন্দু ভাইদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আপনারা ইসকনের ফাঁদে পা দিবেন না। তারা বলেন, উগ্রপন্থার বিস্তার ঘটিয়ে বাংলাদেশের জন্য ইসকন হুমকি হয়ে দাঁড়িয়েছে।
যৌথ বাহিনী থেকে দেশের সাধারণ মানুষ কেউই ইসকনের কাছে নিরাপদ নয়। এসমস্ত সন্ত্রাসী সংগঠন দেশ ও জাতির শত্রু, হিন্দু-মুসলমান সকল ধর্মের শত্রু বলেও উল্লেখ করেন বক্তারা।
বাংলাদেশ থেকে ইসকনকে নিষিদ্ধ করার দাবি জানান ঢাকা ওলামা ঐক্য পরিষদ।
এ সময় উপস্থিত ছিলেন, ঢাকা ওলামা ঐক্য পরিষদের শুরা সদস্য মো. মিনহাজ উদ্দীন, মাওলানা তাসলীম আহমাদ, মাওলানা শামসুল হক উসমানী, মাওলানা রহমতুল্লাহ আরাবী, মাওলানা সোলাইমান সাদী ও মাওলানা মাহমুদুল হাসান।

© 2026 republicdhaka.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM