রবিবার | ১১ জানুয়ারি, ২০২৬ | ২৭ পৌষ, ১৪৩২

‘আন্দোলনে স্লোগান ছিল ঠিকাদারের বিরুদ্ধে, উপদেষ্টা নাহিদের বিরুদ্ধে নয়’

নিজস্ব প্রতিবেদক: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) পাঁচ দফা দাবি নিয়ে হওয়া আন্দোলনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। সে ভিডিওতে তথ্য উপদেষ্টা নাহিদ ইসলামকে নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে বলে দাবি করেছে আন্দোলনের নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীরা।আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে আন্দোলনের মুখপাত্র তৌসিব মাহমুদ সোহান ও সংগঠক একেএম রাকিব সংবাদ সম্মেলন করে গণমাধ্যমকে এ তথ্য জানান।
তৌসিব মাহমুদ বলেন, ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস আন্দোলন শুরু হওয়ার পর মিছিলের জন্য বিভিন্ন স্লোগান তৈরি হয়। তার অংশ হিসেবে ২ নভেম্বর একটা স্লোগান যোগ করা হয়- ‘‘আর্মি হবে ঠিকাদার, সব শালারাই বাটপার।” স্লোগানটি ছিল মূলত ফ্যাসিবাদ আমলে নিয়োগপ্রাপ্ত দুর্নীতিবাজ ঠিকাদার ও প্রশাসনের বিরুদ্ধে।’
তিনি আরও বলেন, ‘কারণ গত ছয় বছরে তারা দ্বিতীয় ক্যাম্পাসের জমি অধিগ্রহণ করতে পারেনি, প্রকল্পের মেয়াদ ৪ বার বৃদ্ধি করেও কাজ শেষ করতে পারেনি। বরং তারা নিজেদের পকেটভারীসহ রীতিমতো পুকুরচুরির ঘটনা ঘটিয়েছে, যা কোনোভাবেই উপদেষ্টা নাহিদ কিংবা এই অন্তর্বর্তী সরকারকে ইঙ্গিত করা হয়নি।’
তৌসিব মাহমুদ বলেন, ‘দুঃখের বিষয় হলো সাবেক স্বৈরাচার সরকারের প্রেতাত্মারা এটা নিয়ে বিভিন্নভাবে ষড়যন্ত্র করছে, সুযোগ নেওয়ার চেষ্টা করছে। তাদের স্পষ্টভাবে বলতে চাই—আপনারা ঐক্যের ফাটল ধরাতে পারবেন না। আমরা দেশের স্বার্থে স্বৈরাচার, দুর্নীতিবাজদের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলতে এক ও অদ্বিতীয়।’
উল্লেখ্য, ছড়িয়ে পড়া ওই ভিডিওতে দেখা যায়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ‘সব শালারা বাটপার, আর্মি হবে ঠিকাদার’ বলে স্লোগান দিচ্ছে। এ সময় আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে কথা বলতে সচিবালয়ের বাইরে আসেন উপদেষ্টা নাহিদ।

© 2026 republicdhaka.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM