রবিবার | ১১ জানুয়ারি, ২০২৬ | ২৭ পৌষ, ১৪৩২

শাকিব খানের সঙ্গে কাজ করতে মুখিয়ে আছেন ‘মিঠাই’ অভিনেত্রী সৌমিতৃষা

ইন্টারন্যাশনাল ডেস্ক: ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক শাকিব খানের সঙ্গে সিনেমায় অভিষেক হয় কলকাতার সিরিয়ারের নায়িকা ইধিকা পাল। ‘প্রিয়তমা’ সিনেমার মাধ্যমে হুরহুর করে বেড়ে যায় তার ফ্যান ফলোয়ার ও জনপ্রিয়তা। আগামী ১৫ নভেম্বর শাকিব খানের নতুন ছবি ‘দরদ’ মুক্তি পাচ্ছে। এই ছবিতে থাকছে বলিউড অভিনেত্রী সোনাল চৌহান। যিনি একেবারেই আড়ালে চলে গিয়েছিলেন। দরদ ছবির মাধ্যমে ফের ক্যারিয়ারে প্রাণ ফিরেছে তার। এবার শাকিব খানের সঙ্গে কাজের আগ্রহ প্রকাশ করলেন কলকাতার সিরিয়াল ‘মিঠাই’ সিরিয়ালের সৌমিতৃষা কুণ্ডু।
গত সোমবার রাতে এসকে ফিল্মের কারণে সেজেছিল কলকাতা। শহরের এক সাত তারকা হোটেলে বসেছিল চাঁদের হাট। যেখানে অংশ নিতে বরবাদের শুটিং ছেড়ে মুম্বাই থেকে কলকাতা উড়ে আসেন র শাকিব খানও। উপলক্ষ্য ছিল, এসকে মুভিজের একসঙ্গে ১৮টি সিনেমা ঘোষণার অনুষ্ঠানে অংশ নেওয়া। এই আয়োজনে শাকিবের পাশে পাওয়া গেল সৌমিতৃষাকে। কালো স্লিভলেস টপ, শিমারি জ্যকেট আর শর্টসে নিজেকে মেলে ধরলেন মিঠাইরানি। শাকিবের সঙ্গে বেশ খানিকটা সময় কাটান তিনি। হয় কথাও। এর পর থেকেই মুগ্ধতা কাটছে না এই অভিনেত্রীর। আনন্দবাজার অনলাইনকে সৌমিতৃষা বলেন, একঝলকেই তাকে চিনতে পেরেছেন শাকিব। বেশ কিছুক্ষণ কথা হয় তাদের।
সৌমিতৃষার ভাষ্য, ‘খুব বেশিক্ষণ না হলেও, যেটুকু কথা হলো—বুঝলাম মানুষটা ভীষণ মাটির কাছাকাছি। ঠিক যেমন এখানকার দেবদা অথবা জিৎদা। আসলে বড় তারকা যাঁরা হন, তাঁরা বোধ হয় এতটাই অমায়িক হয়ে থাকেন।’ আলাদা করে পরিচয় দিতে হয়নি, নিজে থেকেই কথা বলেছেন শাকিব, জানালেন অভিনেত্রী। তার সঙ্গে কাজ করার খুব ইচ্ছা সৌমিতৃষার।
তবে অল্প সময়ের আলাপে কাজ নিয়ে কোনো কথাবার্তা এগোয়নি। সৌমিতৃষার সংযোজন, ‘আমি শাকিব খান থেকে শাহরুখ খান, সবার সঙ্গে কাজ করতে চাই। তাঁদের সঙ্গে কাজ করতে পারা তো জীবনের এক একটা অভিজ্ঞতা।’
সৌমিতৃষা টিভি সিরিয়াল ও সিনেমায় অভিনয় করে বাংলাদেশের দর্শকের কাছেও পরিচিত মুখ হয়ে উঠেছেন। ‘মিঠাই’ ধারাবাহিকটিতে দ্বৈত চরিত্রে অভিনয় করে ব্যাপক পরিচিতি পান। এ ছাড়া দেবের বিপরীতে তাঁকে দেখা গেছে ‘প্রধান’ সিনেমায়।

© 2026 republicdhaka.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM