সোমবার | ১৯ জানুয়ারি, ২০২৬ | ৫ মাঘ, ১৪৩২

রাজশাহীতে ছাত্র-জনতার ওপর গুলিবর্ষণকারী বাপ্পি ঢাকায় গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে ছাত্র-জনতার ওপর গুলিবর্ষণকারী অস্ত্রধারী সন্ত্রাসী মো. বাপ্পি চৌধুরী রনিকে গ্রেফতার করেছে র‌্যাব। মঙ্গলবার (১২ নভেম্বর) দিনগত রাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেফতার করে র‌্যাব।

র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আল আমিন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, গত ৫ আগস্ট রাজশাহীর মহানগরীর বোয়ালিয়া এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন ছাত্র-জনতার ওপর হামলা ও গুলিবর্ষণ করে অস্ত্রধারী সন্ত্রাসী মো. বাপ্পি চৌধুরী রনিকে ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।

এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান র‌্যাবের এই কর্মকর্তা।

© 2026 republicdhaka.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM