সোমবার | ১২ জানুয়ারি, ২০২৬ | ২৮ পৌষ, ১৪৩২

বতসোয়ানায় বিশ্বের দ্বিতীয় বৃহত্তম হীরা পাওয়া গেছে

আর্ন্তজাতিক ডেস্ক: বতসোয়ানায় অবস্থিত কানাডিয়ান ফার্ম লুকারা ডায়মন্ডের মালিকানাধীন একটি খনি থেকে ২ হাজার ৪৯২ ক্যারেটের একটি হীরা আবিষ্কার করা হয়েছে। বলা হচ্ছে, এখন পর্যন্ত বিভিন্ন খনি থেকে যত হীরা পাওয়া গেছে তার মধ্যে এটিই দ্বিতীয় বৃহত্তম। বিবিসি

বিবিসি প্রতিবেদনে বলা হয়েছে, ১৯০৫ সালে দক্ষিণ আফ্রিকায় পাওয়া ৩ হাজার ১০৬ ক্যারেটের কুলিনান হীরাটিই এখন পর্যন্ত সবচেয়ে বড়। ওই হিরাটি কেটে ৯ টুকরো করা হয়েছিল। এসব টুকরোর অনেকগুলো পরে ব্রিটিশ রাজমুকুটে স্থাপন করা হয়।

সর্বশেষ বতসোয়ানার রাজধানী গ্যাবোরোনের প্রায় ৫০০ কিলোমিটার উত্তরে অবস্থিত কারোই খনি থেকে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম হীরাটি পাওয়া গেছে। দেশটিতে এর আগে ২০১৯ সালে একই খনি থেকে ১ হাজার ৭৫৮ ক্যারেটের আরেকটি হীরা পাওয়া গিয়েছিল।

বিশ্বের বৃহত্তম হীরা উৎপাদক দেশগুলোর মধ্যে বতসোয়ানা অন্যতম। বিশ্বে যত হীরা আবিষ্কার করা হয় এর ২০ শতাংশই আসে এই দেশ থেকে।

আইএফ

© 2026 republicdhaka.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM