শুক্রবার | ১৬ জানুয়ারি, ২০২৬ | ২ মাঘ, ১৪৩২

সাংবাদিকের কাছে সহায়তা প্রত্যাশা উপদেষ্টার

নিজস্ব প্রতিবেদক: পত্রিকার দৈনিক প্রচার সংখ্যার সঠিক প্রকাশের ক্ষেত্রে সাংবাদিকদের সহায়তা চেয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলাম।
নাহিদ বলেন, আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে আওয়ামী সমর্থকদের ট্রাম্প সমর্থক হিসেবে চিত্রায়ন করা হচ্ছে। কিন্তু আমাদের সংবাদমাধ্যম এ ব্যাপারে তেমন কিছু করেনি। দেশের বিরুদ্ধে আন্তর্জাতিক মিডিয়ার গুজব সিন্ডিকেট ভাঙতে সত্যটা তুলে ধরতে হবে। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে তিনি এসব কথা বলেন।
ফিনান্সিয়াল এক্সপ্রেসের সম্পাদক শামসুল হক জাহিদ, মানবজমিনের সম্পাদক মতিউর রহমান চৌধুরী, দ্য ডেইলি স্টার বাংলার সম্পাদক গোলাম মোর্তজা, প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক সাজ্জাদ শরিফসহ জ্যেষ্ঠ সাংবাদিকরা এ সম্মেলনে বক্তব্য দেন।
এখানে উপস্থিত ছিলেন নয়া দিগন্ত সম্পাদক আলমগীর মহিউদ্দিন, কালের কণ্ঠের সম্পাদক হাসান হাফিজ, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের এমডি এম আব্দুল্লাহ, সমকালের চিফ রিপোর্টার মসিউর রহমান খানসহ অনেকে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব ফারজানা মাহবুব।

© 2026 republicdhaka.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM