সোমবার | ১২ জানুয়ারি, ২০২৬ | ২৮ পৌষ, ১৪৩২

র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশকে টপকে গেলো আফগানিস্তান

স্পোর্টস ডেস্ক: আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে হেরেছে বাংলাদেশ। সিরিজ হারের পর আইসিসি থেকে দুঃসংবাদ পেল তারা। ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশকে টপকে গেছে আফানিস্তান।

শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে সিরিজ নির্ধারণী ম্যাচে প্রথমে ব্যাট করে ২৪৪ রানের পুঁজি পায় বাংলাদেশ। তবে বাংলাদেশের দেয়া এই চ্যালেঞ্জিং স্কোরটা ১০ বল ও ৫ উইকেট হাতে রেখেই টপকে যায় আফগানিস্তান। তার পাশাপাশি আফগানিস্তান টপকে যায় ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশকেও।

আইসিসির সাপ্তাহিক হালনাগাদে দেখা গেছে সর্বশেষ ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে পিছিয়েছে বাংলাদেশ। একসময় ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে ছয় নম্বরে থাকা টাইগাররা এখন নেমে গেছে ৯ নম্বরে। আইসিসি ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান এখন আফগানিস্তানেরও নিচে। আর ৮ নম্বরে অবস্থান করছে আফগানিস্তান।

৮৬ রেটিং পয়েন্ট নিয়ে সিরিজটি শুরু করেছিল বাংলাদেশ, দুই ম্যাচ হেরে তারা হারিয়েছে এক পয়েন্ট। ৮৪ পয়েন্ট নিয়ে সিরিজ শুরু করা আফগানরা দুই জয়ে পেয়েছে এক পয়েন্ট। দুই দলেরই পয়েন্ট এখন ৮৫। তবে ভগ্নাংশের ব্যবধানে এগিয়ে থাকায় আফগানিস্তান উঠে গেছে আটে।

১১৮ রেটিং পয়েন্ট নিয়ে এখন শীর্ষে আছে ভারত, ১১৩ রেটিং পয়েন্ট নিয়ে দুইয়ে বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। মাত্রই অস্ট্রেলিয়ার মাঠে ২২ বছর পর ওয়ানডে সিরিজ জয় করা পাকিস্তান তিনে আছে ১০৯ রেটিং পয়েন্ট নিয়ে।

© 2026 republicdhaka.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM