সোমবার | ১২ জানুয়ারি, ২০২৬ | ২৮ পৌষ, ১৪৩২

গোমতীর বাঁধ ভেঙে লোকালয়ে তীব্র বেগে ঢুকছে পানি

ডেস্ক রিপোর্ট: তীব্র আশংকা নিয়ে নির্ঘুম রাত পার করছিলো সেখানকার বাসিন্দারা। ভয়ঙ্কর সেই শঙ্কা সত্যি হলো। তীব্র পানির স্রোতে ভেঙে গেছে কুমিল্লার গোমতী নদীর বাঁধ। ছোট একটি অংশ ভেঙে লোকালয়ে তীব্র গতিতে পানি প্রবেশ করছে।

বৃহস্পতিবার (২২ আগস্ট) রাত দেড়টার দিকে কুমিল্লার বুড়িচং উপজেলার ষোলনল ইউনিয়নের বুড়বুড়িয়া এলাকার বাঁধের একটি অংশে ভাঙন সৃষ্টি হয়। সেই ভাঙনের ফলে অবাধে পানি ঢুকছে বাঁধের বিপরীত পাশের লোকালয়ে। এর আগে বেড়িবাঁধের কয়েক জায়গায় গর্তের সৃষ্টি হয়।

রাতে বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লার পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তত্ত্বাবধায়ক প্রকৌশলী আব্দুল লতিফ।

বাঁধ ভাঙার কারণে ষোলনল ইউনিয়নের বুরবুড়িয়া গ্রাম থেকে বুড়িচং সদর ও ব্রাহ্মণপাড়া দুই উপজেলার বিস্তীর্ণ এলাকা বন্যার পানিতে তলিয়ে যাবার আশঙ্কা করা হচ্ছে।

রাতে স্থানীয় মসজিদগুলো থেকে সাধারণ মানুষকে দ্রুত নিরাপদ স্থানে সরে যেতে বলা হচ্ছে।

জেলা ত্রাণ ও পুনর্বাসন দপ্তরের তথ্য অনুযায়ী, ইতোমধ্যে জেলার ১১টি উপজেলার ৬২টি আশ্রয়কেন্দ্রে ৪ হাজার ৩০০ মানুষ আশ্রয় নিয়েছে। দ্রুত আশ্রয়কেন্দ্রে যাওয়ার জন্য মাইকিং করা হচ্ছে।

এদিকে, গোমতির বাঁধ ভেঙে যাওয়ায় বুড়িচং ও ব্রাহ্মণপাড়া উপজেলার আরও কয়েক লাখ লোক বন্যাকবলিত হয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

© 2026 republicdhaka.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM