বৃহস্পতিবার | ১৫ জানুয়ারি, ২০২৬ | ১ মাঘ, ১৪৩২

দায়িত্ব গ্রহণের ৬ মাসের মাথায় ক্ষমতাচ্যুত হাইতির প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক: দায়িত্ব গ্রহণের মাত্র ৬ মাসের মাথায় ক্ষমতাচ্যুত করা হলো হাইতির অন্তর্বর্তী প্রধানমন্ত্রী গ্যারি কনিলকে। দেশটির ক্ষমতাসীন ট্রানজিশনাল প্রেসিডেনশিয়াল কাউন্সিল তাকে বরখাস্ত করে। খবর রয়টার্সের।

সোমবার (১১ নভেম্বর) কাউন্সিলের ৯ সদস্যের ৮ জনের স্বাক্ষরিত এক নির্বাহী আদেশে এ তথ্য জানানো হয়। এতে গ্যারি কনিলের স্থলাভিষিক্ত হয়েছেন ব্যবসায়ী ও সাবেক সিনেটর অ্যালিক্স দিদিয়ার ফিলস। এর আগে, হাইতির চেম্বার অব কমার্সের সভাপতি হিসেবে কর্মরত ছিলেন তিনি। এদিকে, সদ্য বরখাস্ত প্রধানমন্ত্রী গ্যারি কনিলের দাবি, অবৈধভাবে ক্ষমতাচ্যুত করা হয়েছে তাকে।

উল্লেখ্য, গ্যাং সহিংসতাসহ নানা কারণে ক্যারিবিয়ান দেশটিতে ২০১৬ সালের পর কোনো প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়নি। ফলে বর্তমানে কোনো পার্লামেন্টও নেই হাইতিতে। দেশটির সংবিধান অনুযায়ী, কেবল পার্লামেন্টই ক্ষমতাসীন প্রধানমন্ত্রীকে বরখাস্ত করতে পারে। চলতি বছরের ৩ জুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন গ্যারি কনিল।

এমএফ

© 2026 republicdhaka.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM