শুক্রবার | ১৬ জানুয়ারি, ২০২৬ | ২ মাঘ, ১৪৩২

নির্বাচনে পদ্ধতিগত পরিবর্তনের দরকার নেই’

নিজস্ব প্রতিবেদক: সাবেক প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ আবু হেনা বলেছেন, সংখ্যানুপাতিক বা আনুপাতিক, নির্বাচনে পদ্ধতিগত পরিবর্তনের দরকার নেই। বর্তমান পরিচিত পদ্ধতিতেই সুষ্ঠু নির্বাচন সম্ভব।
তিনি বলেন, ইসি গঠনে যোগ্য ব্যক্তি দরকার। আইনের প্রয়োগ না হলে নির্বাচন অর্থবহ হবে না।

সোমবার (১১ নভেম্বর) নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সভা শেষে তিনি এসব কথা বলেন। মোহাম্মদ আবু হেনা বলেন, আগামী নির্বাচন সুষ্ঠ ও শান্তিপূর্ণ যেন হয় সেজন্য কিছু মতামত দিয়েছি। সংস্কার কমিশন সঠিক পথে আছে।
‘সরকারও নির্বাচন চায়, তবে আগে সংস্কারে গুরুত্ব দেওয়া হচ্ছে’তিনি আরও বলেন, শুধু আইন থাকলেই হবে না, আইনের প্রয়োগ করতে হবে নির্বাচনের সফলতার জন্য। নির্বাচন কমিশনে যোগ্য লোক দরকার ভালো নির্বাচনের জন্য।
সাবেক এই প্রধান নির্বাচন কমিশনার বলেন, প্রার্থী নির্ধারণে তৃণমূলের ভোটাভুটি দরকার। নির্বাচনের পদ্ধতি পরিবর্তনের দরকার নেই। সংখ্যানুপাতিক নির্বাচন যেসব দেশে আছে তা খুব ভালো চলছে বলা যাবে না। রাজনৈতিক সরকারের অধীনেও সুষ্ঠু নির্বাচন সম্ভব, যদি সেই কমিটমেন্ট থাকে।
নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার বলেন, আমরা সাবেক প্রধান নির্বাচন কমিশনারের কথা শুনেছি। ওনার অভিজ্ঞতা শুনেছি। আমরা সব আইন-বিধি পর্যালোচনা করছি। আইনে কিছু ইস্যু পাওয়া গেছে সেগুলো কিভাবে প্রতিফলিত হবে তা নিয়ে ভাবছি। এ পর্যন্ত ১৭টি বৈঠক হয়েছে। আমরা সবার সঙ্গে কথা বলেই প্রস্তাব দেবো।

© 2026 republicdhaka.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM