মঙ্গলবার | ১৩ জানুয়ারি, ২০২৬ | ২৯ পৌষ, ১৪৩২

জাতিসংঘে পরবর্তী মার্কিন রাষ্ট্রদূত এলিস স্টেফানিক!

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রিপাবলিকান প্রতিনিধি এলিস স্টেফানিককে জাতিসংঘে মার্কিন রাষ্ট্রদূত হিসেবে চাকরির প্রস্তাব দিয়েছেন। বিষয়টি সঙ্গে পরিচিত দুটি সূত্র রোববার সিএনএনকে এ তথ্য জানিয়েছে।

নিউ ইয়র্কের কংগ্রেসওম্যান এলিস স্টেফানিক রিপাবলিকান পার্টির অন্যতম একজন বড় তহবিল সংগ্রহকারী।

রিপাবলিকান পার্টির ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বারের মতো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। গত মঙ্গলবার অনুষ্ঠিত নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কমলা হ্যারিসকে বিপুল ভোটে পরাজিত করে তিনি দেশের ৪৭তম প্রেসিডেন্ট নির্বাচিত হোন।

আগামী ২০ জানুয়ারি নতুন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন ট্রাম্প। তার আগে তিনি এখন তার দ্বিতীয় মেয়াদের জন্য হোয়াইট হাউস টিম গঠনে ব্যস্ত সময় পার করছেন।

ট্রাম্পের নতুন প্রশাসনের শীর্ষ পদে কারা জায়গা পাচ্ছেন তা নিয়ে জোরালো জল্পনা চলছে। সম্ভাব্য পদগুলোর জন্য ট্রাম্পের সহযোগী এবং রিপাবলিকান রাজনৈতিক অভিজ্ঞদের নাম শোনা যাচ্ছে। এর মধ্যে জাতিসংঘে মার্কিন প্রতিনিধি হিসেবে এলিস স্টেফানিক, মর্গান ওর্তাগুস, ডেভিড ফ্রিডম্যান ও কেলি র্ক্যাফট সম্ভাব্য প্রার্থী হিসেবে বিবেচিত হচ্ছেন বলে শোনা গিয়েছিল।

সূত্রের বরাতে সিএনএন বলছে, ট্রাম্পের ঘনিষ্ঠ সমর্থক হিসেবে পরিচিত নিউ ইয়র্কের কংগ্রেসওমেন এলিস স্টেফানিক জাতিসংঘে মার্কিন রাষ্ট্রদূত হতে যাচ্ছেন।

© 2026 republicdhaka.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM