সোমবার | ১৯ জানুয়ারি, ২০২৬ | ৫ মাঘ, ১৪৩২

টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

নিজস্ব প্রতিবেদক: কক্সবাজারের টেকনাফ নয়াপাড়া রেজিস্ট্রার ক্যাম্পে এক রোহিঙ্গা যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার (১০ নভেম্বর) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত মো. জুবায়ের (২৩) ওই ক্যাম্পের সি-ব্লকের মো. আমিনের ছেলে।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গিয়াস উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, নয়াপাড়া রেজিস্ট্রার ক্যাম্পে একদল অস্ত্রধারী দুর্বৃত্তদের দল মো. জুবায়ের নামে এক রোহিঙ্গা যুবককে এলোপাতাড়ি গুলিবর্ষণ করলে ওই যুবক আহত হন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

এর আগে গত ২১ অক্টোবর ভোররাতে উখিয়া উপজেলার ২০ নম্বর ক্যাম্পের লাল পাহাড় এলাকায় একই পরিবারের ৩ জনকে দুর্বৃত্তরা গুলি করে হত্যা করে।

© 2026 republicdhaka.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM