নিজস্ব প্রতিবেদক: দৈনিক ইত্তেফাকের যুগ্ম সম্পাদক, প্রতিথযশা সাংবাদিক আনোয়ার আলদীনকে বাংলাদেশ সংবাদ সংস্থা-বাসসের পরিচালনা বোর্ডের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করা হয়েছে।
রোববার (১০ নভেম্বর) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে তাকে এই নিয়োগ দেওয়া হয়েছে।
সাংবাদিক আনোয়ার আলদীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে পড়াশোনার সময়ই দৈনিক ইত্তেফাকে বিশ্ববিদ্যালয় রিপোর্টার হিসেবে যোগ দেন। পরবর্তী সময়ে পত্রিকাটির স্টাফ রিপোর্টার, সিনিয়র রিপোর্টার, বিশেষ প্রতিনিধি এবং সর্বশেষ যুগ্ম সম্পাদক হিসেবে কাজ করেছেন।
তিনি অনেক দুর্দান্ত সাড়া জাগানো প্রতিবেদন ও সাংবাদিকতার ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য বহু পুরস্কার ও সম্মাননায় ভূষিত হয়েছেন।
১৯৯৬ সালে ‘ভেজালের ভীড়ে আসল উধাও’ শিরোনামে একটি চাঞ্চল্যকর অনুসন্ধানমূলক ধারাবাহিক প্রতিবেদনে করে সারাদেশে সাড়া ফেলে দিয়েছিলেন। ১৭ পর্বের এই প্রতিবেদনের তিনি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল, ইউনেস্কো, ডিআরইউ পুরস্কারসহ অনেক গুরুত্বপূর্ণ পুরস্কার অর্জন করেন।
খুলনার কৃতি সন্তান আনোয়ার আলদীন সাংবাদিকতার পাশাপাশি এলাকার উন্নয়ন ও অসহায়-দুস্থ মানুষের কল্যাণে নিরন্তর কাজ করছেন। তার মতো পেশাদার সাংবাদিককে বাসসের পরিচালনা বোর্ডের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়ায় অন্তর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস এবং তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলামসহ সরকারের সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন খুলনার মানুষ।
এমএফ