মঙ্গলবার | ১৩ জানুয়ারি, ২০২৬ | ২৯ পৌষ, ১৪৩২

কৌশলগত অংশীদারত্ব চুক্তিতে স্বাক্ষর কিম-পুতিনের, ইউক্রেন যুদ্ধে রাশিয়া আরও শক্তিশালী হবে

ইন্টারন্যাশনাল ডেস্ক: ইউক্রেনে বিপর্যয় ডেকে আনা আক্রমণের রূপকার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। গত দুই দশকের বেশি সময় ধরে বিশ্বের সবচেয়ে বড় দেশটির ক্ষমতাধর নেতা। রাশিয়াকে এক হাতে শাসন করে যাচ্ছেন পুতিন। যাকে বলা হয় রাশিয়ার লৌহমানব। তাকে সমীহ করে চলতে বাধ্য হন বিশ্ব মোড়লরাও।

অপর দিকে, উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। যাকে বলা হয় অসহিংসু রাষ্ট্রপ্রধান। যখন প্রাণপণ যুদ্ধে লিপ্ত রাশিয়া-ইউক্রেনের সৈন্যরা ঠিক তখনই নাটকীয়ভাবে এই লড়াইয়ে রাশিয়ার পক্ষে যুদ্ধের ময়দানে হাজার হাজার কোরীয় সেনা পাঠাচ্ছেন কিম।

উত্তর কোরিয়ার সঙ্গে দেশের কৌশলগত অংশীদারত্বের স্বার্থ জড়িত এমন একটি চুক্তিতে স্বাক্ষর করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। যে চুক্তিতে দুদেশের মধ্যে পারস্পরিক প্রতিরক্ষা বিধানের কথা উল্লেখ্য রয়েছে। আর এই চুক্তিকে সামনে দেখিয়েই ইউক্রেন যুদ্ধে এক হয়ে মাঠে নামছেন কিম-পুতিন। শনিবার মস্কোর প্রকাশিত এক ডিক্রিতে এমনটি জানানো হয়েছে।

পিয়ংইয়ংয়ে একটি শীর্ষ বৈঠকের পর গত জুন মাসে পুতিন এবং উত্তর কোরিয়ার নেতা কিম জং উন সশস্ত্র হামলার ক্ষেত্রে একে অপরের সাহায্যে এগিয়ে আসার আহ্বান জানিয়ে একটি চুক্তিতে স্বাক্ষর করেন। যা চলতি সপ্তাহে অনুমোদন দিয়েছে রাশিয়ার উচ্চকক্ষ।

এর আগে নিম্নকক্ষ চুক্তিটির অনুমোদন দিয়েছিল গত মাসে। এই চুক্তির ফলে মস্কো এবং পিয়ংইয়ংয়ের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করবে। যা ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে আরও শক্তিশালী করবে।

 

© 2026 republicdhaka.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM