মঙ্গলবার | ১৩ জানুয়ারি, ২০২৬ | ২৯ পৌষ, ১৪৩২

‘বাংলাদেশি অনুপ্রবেশকারীদের তাড়িয়ে দেয়া হবে’

আন্তর্জাতিক ডেস্ক: মোদির দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জাতীয় সভাপতি জেপি নাড্ডা বলেছেন, ঝাড়খণ্ডে বিজেপি ক্ষমতায় এলে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের তাড়িয়ে দেয়া হবে। পাশাপাশি স্থানীয় নারীদের বিয়ে করা বাংলাদেশি অনুপ্রবেশকারী ও তাদের সন্তানদের দেয়া আদিবাসী অধিকারও কেড়ে নেয়ার হুমকি দিয়েছেন তিনি।

শনিবার (০৯ নভেম্বর) ঝাড়খণ্ডের পালামৌতে এক জনসভায় এমন হুমকি দেন জেপি নাড্ডা। জনসভায় দেয়া বক্তব্যে তিনি অভিযোগ করেন, রাজ্যের ক্ষমতাসীন ঝাড়খণ্ড মুক্তি মোর্চা (জেএমএম)-কংগ্রেস জোটের দুর্বল শাসনের সুযোগে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা সেখানে বসতি গড়ছেন। জনতার উদ্দেশে দেয়া বক্তৃতায় জেপি নাড্ডা বলেন, এই রাজ্যে আর অনুপ্রবেশ চলতে দেয়া হবে না। ঝাড়খণ্ডে বিজেপি ক্ষমতায় এলে বাংলাদেশি অনুপ্রবেশকারী বাবা ও আদিবাসী মায়ের সন্তানরা আদিবাসী অধিকার পাবেন না।

ঝাড়খণ্ডের জেএমএম নেতৃত্বাধীন সরকারের তীব্র সমালোচনা করে বিজেপির কেন্দ্রীয় এই সভাপতি বলেন, ‘‘দুর্নীতিবাজ এবং চোররা রাজ্যের বর্তমান জেএমএম-নেতৃত্বাধীন সরকারের অংশ। ঝাড়খণ্ডে ব্যাপক উন্নয়নের জন্য ‘‘একক-ইঞ্জিনের সরকারের’’ বদলে বিজেপির নেতৃত্বে ‘‘ডাবল-ইঞ্জিন সরকার’’ ফেরাতে ভোটারদের প্রতি আহ্বান জানান নাড্ডা।

প্রসঙ্গত, ঝাড়খণ্ডে আগামী ১৩ ও ২০ নভেম্বর দুই দফায় ৮১ আসনের বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এই নির্বাচনের আগে রাজ্যের রাজনীতিতে বাংলাদেশি অনুপ্রবেশকারী ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে আশ্রয় নিয়ে ব্যাপক উত্তাপ ছড়িয়েছে। গত রোববার ঝাড়খণ্ডে বিজেপির নির্বাচনী ইশতেহার প্রকাশ করার সময় ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মাসখানেকের মধ্যে দ্বিতীয়বারের মতো বাংলাদেশ থেকে ঝাড়খণ্ডে অবৈধ অনুপ্রবেশের বিষয়টি তুলে ধরেন।

এর জবাবে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সরেন এক নির্বাচনী জনসভায় বলেন, ‘‘তারা সব অদ্ভুত কথাবার্তা বলেন। আপনারা হিন্দু-মুসলমান, বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কথা বলেন। … আমি জানতে চাই বাংলাদেশের সঙ্গে তাদের কোনও গোপন সমঝোতা হয়েছে কি না? বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিমান আপনারা এখানে কেন নামতে দিলেন? কী হিসেবে আপনারা তাকে এখানে আশ্রয় দিয়ে রেখেছেন, তার জবাব আমাকে দিন।’’

শুধু শেখ হাসিনার ভারতে আশ্রয় পাওয়া নিয়ে প্রশ্ন তুলেই ক্ষান্ত হননি সরেন। তিনি ঝাড়খণ্ডে উৎপাদিত আদানি গ্রুপের বিদ্যুৎ বাংলাদেশে রপ্তানি করা নিয়েও প্রশ্ন তোলেন।

সূত্র : ইকনোমিক টাইমস।

© 2026 republicdhaka.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM