মঙ্গলবার | ১৩ জানুয়ারি, ২০২৬ | ২৯ পৌষ, ১৪৩২

ইয়েমেনে সামরিক ঘাঁটিতে হামলা, সৌদির দুই সেনা কর্মকর্তা নিহত

আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনের সায়উনে একটি সামরিক ঘাঁটিতে হামলায় সৌদি আরবের এক কর্মকর্তা এবং একজন নন-কমিশনড অফিসার নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অপর এক কর্মকর্তা। ইয়েমেনে বৈধতা রক্ষায় গঠিত জোটের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল তুরকি আল-মালিকি এই তথ্য জানিয়েছেন।

আরব নিউজ ওই কর্মকর্তার বরাতে জানিয়েছে, শুক্রবার (০৮ নভেম্বর) সন্ধ্যায় ঘাঁটিতে খেলাধুলা প্রশিক্ষণের সময় এই হামলা হয়। এই সামরিক ঘাঁটি জোটের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে সৌদির প্রেস এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, ক্যাম্পটি জোট বাহিনীকে সমর্থন, কর্মীদের প্রশিক্ষণ, সন্ত্রাসবাদ ও চোরাচালানের বিরুদ্ধে লড়াই এবং ইয়েমেনে মানবিক ও উন্নয়ন উদ্যোগে সহায়তার জন্য কাজ করছিল।

এসপিএ জানিয়েছে, হামলাকারী ব্যক্তির ইয়েমেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে সম্পৃক্ততা রয়েছে। তবে এই হামলা তিনি নিজে থেকেই করেছেন, এটি ইয়েমেনের মন্ত্রণালয়ের মূল মূল্যবোধের প্রতিনিধিত্ব করে না। হামলায় আহত কর্মকর্তা এবং নিহতদের মরদেহ ইয়েমেন থেকে সৌদি আরবে নেয়া হয়েছে।

আল-মালিকি বলেন, ইয়েমেনের মন্ত্রণালয়ের বেশিরভাগ সদস্য জোটের বৈধতা রক্ষার প্রচেষ্টাকে সম্মান করেন এবং ইয়েমেনের মানুষের দুঃখ লাঘবে সৌদি আরবের প্রচেষ্টার প্রশংসা করেন।

যৌথ বাহিনী এবং ইয়েমেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় এই ঘটনার তদন্ত করবে উল্লেখ করে হামলাকারীকে আটক করে বিচারের আওতায় আনতে ইতোমধ্যে কাজ শুরু হয়েছে বলে জানান আল-মালিকি। এছাড়া জোটের পক্ষ থেকে নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন এবং আহত সেনার দ্রুত সুস্থতা কামনা করেছেন তিনি।

এমএফ

© 2026 republicdhaka.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM