সোমবার | ১২ জানুয়ারি, ২০২৬ | ২৮ পৌষ, ১৪৩২

সিরিজ বাঁচানোর ম্যাচে ব্যাটিংয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক: আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ। শনিবার (৯ নভেম্বর) সংযুক্ত আরব আমিরাতের শারজাহ স্টেডিয়ামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
সিরিজের প্রথম ম্যাচে ব্যাটারদের ব্যর্থতায় বড় হারের তেঁতো স্বাদ পায় বাংলাদেশ। আফগানিস্তানের রহস্য–স্পিনার আল্লাহ গজনফরের ঘূর্ণিতে ৯২ রানে হারে টাইগাররা। সিরিজে টিকে থাকতে এই ম্যাচে জয়ের বিকল্প নেই লাল-সবুজের প্রতিনিধিদের সামনে।
এই ম্যাচে দুই পরিবর্তন নিয়ে মাঠে নামছে বাংলাদেশ। ইনজুরির কারণে এই সিরিজ থেকে ছিটকে গেছেন মুশফিকুর রহিম। তার পরিবর্তে অভিষেক হচ্ছে আরেক উইকেটরক্ষক ব্যাটার জাকের আলির। আর স্পিনার রিশাদ হোসেনের জায়গায় সুযোগ পেয়েছেন নাসুম হোসেন। অন্যদিকে অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামছে আফগানরা।
বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান, সৌম্য সরকার, নাজমুল হোসেন (অধিনায়ক), তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ, জাকের আলী অনিক (উইকেটরক্ষক), মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।
আফগানিস্তানের একাদশ: রহমানউল্লাহ গুরবাজ, সেদিকউল্লাহ অটল, রহমত শাহ, হাশমতউল্লাহ শহিদী (অধিনায়ক), আজমতউল্লাহ ওমরজাই, রশিদ খান, মোহাম্মদ নবি, গুলবাদিন নাইব, আল্লাহ মোহাম্মদ গাজানফার, নাঙ্গেয়ালিয়া খারোতে ও ফজলহক ফারুকি।

আরএস 

© 2026 republicdhaka.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM