মঙ্গলবার | ১৩ জানুয়ারি, ২০২৬ | ২৯ পৌষ, ১৪৩২

সন্দেহজনক গাড়ি থেকে পৌনে ৪ কোটির নগদ অর্থ জব্দ

আন্তর্জাতিক ডেস্ক: সন্দেহজনক গাড়ি থেকে পৌনে চার কোটি রুপি নগদ অর্থের চালান জব্দ করা হয়েছে। ভারতের মহারাষ্ট্রে নভেম্বর ২০ তারিখে অনুষ্ঠেয় বিধানসভা নির্বাচনের আচরণবিধি মেনে চলা হচ্ছে কিনা তা তদারকিতে চালানো সাধারণ অভিযানে এই বিপুল পরিমাণ অর্থ পালঘর জেলা থেকে জব্দ করা হয়। স্থানীয় সময় শুক্রবার (৮ নভেম্বর) এই নগদটি জব্দ করা হয়।

কর্মকর্তাদের মতে, গাড়িটি নবি মুম্বাইয়ের আইরোলি থেকে বিক্রমগড়ের বাদলের উদ্দেশ্যে যাচ্ছিল। তবে গাড়ির মালিক কোম্পানি দাবি করেছ যে নগদ অর্থ এটিএম বুথে রিফিল করার জন্য নিয়ে যাওয়া হচ্ছিল। তবে চালক তার দাবি সমর্থন করতে প্রয়োজনীয় কাগজ ও নথিপত্র দেখাতে ব্যর্থ হন। খবর ইন্ডিয়া টুডের।

পুলিশ পরিদর্শক দত্তা কিন্ড্রে বলেছেন, ‘পুলিশের নজরদারি এবং ফ্লাইং স্কোয়াড গোপন খবর পেয়েছিল যে একটি ভ্যান দিয়ে নগদ পরিবহন করা হচ্ছে। এই তথ্যের ভিত্তিতে, টিমটি সন্দেহজনক ভ্যানটি আটক করে তল্লাশি চালায় এবং তাতে দেখা যায় যে ৩ কোটি ৭০ লাখ ৫০ হাজার রুপি নগদ অর্থ পরিবহন করা হচ্ছিল। চালক এবং সুরক্ষা কর্মীরা নগদ পরিবহনের জন্য প্রয়োজনীয় বৈধ নথিপত্র (ডকুমেন্টেশন) দেখাতে ব্যর্থ হয়েছেন।’

পুলিশ কর্মকর্তা আরও জানান, ‘চালক এবং কর্মীরা পুলিশকে জানিয়েছেন যে নগদ অর্থের এই চালানটি নবি মুম্বাইয়ের একটি কোম্পানি থেকে বিক্রমগড়ের পালঘরে নিয়ে যাওয়া হচ্ছিল।’

নগদ অর্থের চালানটি তখনই বাজেয়াপ্ত করা হয়েছে এবং আয়কর বিভাগ ও নির্বাচন কর্মকর্তাদের জানানো হয়েছে অধিকতর তদন্তের জন্য। তিনি বলেন, পাশাপাশি ভ্যানের দুটি যাত্রীকে আটক করা হয়েছে।

এমএফ

© 2026 republicdhaka.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM