মঙ্গলবার | ১৩ জানুয়ারি, ২০২৬ | ২৯ পৌষ, ১৪৩২

পাকিস্তানে রেলস্টেশনে বোমা বিস্ফোরণ, নিহত ২১

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমে অবস্থিত কোয়েটায় একটি রেলস্টেশনে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২১ জন নিহত ও ৩০ জন আহত হয়েছেন।

শনিবার (৯ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে কোয়েটা রেলস্টেশন থেকে পেশোয়ারগামী এক্সপ্রেসটি রওনা হওয়ার সময় এই বিস্ফোরণের ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন এক র্শীষ পুলিশ কর্মকর্তা মুহাম্মদ বালোচ। খবর রয়টার্সের।

বর্তমানে দেশটির উত্তর-পশ্চিমে সন্ত্রাসী হামলা এবং দক্ষিণে ক্রমবর্ধমান বিচ্ছিন্নতাবাদী বিদ্রোহের সঙ্গে লড়ছে পাকিস্তান।

সুপারিনটেনডেন্ট অফ পুলিশ অপারেশন মুহাম্মদ বালোচ বলেন, ‘পেশোয়ারগামী একটি ট্রেন তার গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিচ্ছিল, তখনই রেলওয়ে স্টেশনের ভিতরে বিস্ফোরণটি ঘটে।’
কোনো গোষ্ঠী এখনো এই বিস্ফোরণের দায় স্বীকার করেনি বলে তিনি জানান।

মুহাম্মদ বালোচ বলেন, বিস্ফোরণটি একটি আত্মঘাতী বিস্ফোরণ বলে মনে হচ্ছে। তবে আরও তদন্ত চলছে বলে তিনি উল্লেখ করেন।

নিহতের সংখ্যা সম্পর্কে বিশদ বিবরণ প্রদান করে এসএসপি অপারেশনস বালুচ বলেন, বিস্ফোরণে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ২১ এবং ৩০ জন আহত হয়েছেন।

রেলওয়ে কর্মকর্তারা জানিয়েছেন, জাফর এক্সপ্রেস সকাল ৯টায় পেশোয়ারের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা ছিল। ঠিক সেই সময় এই দুর্ঘটনা ঘটে।

কর্মকর্তারা জিও নিউজকে জানিয়েছেন, আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর। ফলে বিস্ফোরণে মৃতের সংখ্যা বাড়তে পারে।

এমএফ

© 2026 republicdhaka.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM