শুক্রবার | ১৬ জানুয়ারি, ২০২৬ | ২ মাঘ, ১৪৩২

আহত শিক্ষার্থীকে চিকিৎসার জন্য ব্যাংককের টিকেট দিলো বিমান

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত নাবিল আহম্মেদের চিকিৎসার্থে একজন অ্যাটেনডেন্ট ও ঢাকা-ব্যাংকক রুটে স্ট্রেচারসহ সৌজন্য টিকেট প্রদান করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

শুক্রবার (৮ নভেম্বর) সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, নাবিল আহম্মেদ বৈষম্যবিরোধী আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অনুরোধক্রমে উন্নত চিকিৎসার জন্য তাকে ৭ নভেম্বর বিজি৩৮৮ ফ্লাইটে বিমানের বিশেষ ব্যবস্থাপনায় স্ট্রেচারে করে ঢাকা থেকে ব্যাংককে পৌঁছে দেয়া হয়। অসুস্থতার কারণে ঢাকা ও ব্যাংকক বিমানবন্দরে তাকে স্পেশাল হ্যান্ডলিং দেয়া হয়।

এমএফ

 

© 2026 republicdhaka.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM