মঙ্গলবার | ১৩ জানুয়ারি, ২০২৬ | ২৯ পৌষ, ১৪৩২

ট্রাম্পের পারিবারিক ছবিতে নেই মেলানিয়া, আছেন মাস্ক

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বকে রীতিমতো তাক লাগিয়ে বিপুল ভোটে হোয়াইট হাউজে আবারও প্রত্যাবর্তন ঘটলো মার্কিন ইতিহাসে ক্ষ্যাপাটে প্রেসিডেন্ট খ্যাত ডোনাল্ড জে ট্রাম্প। মঙ্গলবার অনুষ্ঠিত নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কমলা হ্যারিসকে বিপুল ভোটে পরাজিত করে তিনি দেশের ৪৭তম প্রেসিডেন্ট নির্বাচিত হন। জয় নিশ্চিতের পর থেকেই ব্যস্ত সময় কাটাচ্ছেন ট্রাম্প। বিশ্বনেতারা ফোন করে তাকে অভিনন্দন জানাচ্ছেন। তার শপথগ্রহণ নিয়েও ইতোমধ্যে আলোচনা শুরু হয়েছে। অতীতের রীতি অনুসারে ওয়াশিংটন ডিসির ক্যাপিটল ভবনে আগামী ২০ জানুয়ারি তার শপথ অনুষ্ঠিত হবে। এরই মধ্যে প্রেসিডেন্ট জো বাইডেন তাকে হোয়াইট হাউজে বৈঠকের আমন্ত্রণ জানিয়েছেন।

এবারের নির্বাচনে ট্রাম্পের পক্ষে মার্কিন ধনকুবের সামাজিক যোগাযোগ মাধ্যম প্ল্যাটফর্ম এক্স এবং টেসলার কর্ণধার ইলন মাস্কের ভূমিকা ছিল চোখে পড়ার মত। ট্রাম্পের নির্বাচনি প্রচারণায় অংশগ্রহণ করা থেকে শুরু করে ভোটারদের প্রভাবিত করার জন্য এমন কিছু নাই যা ইলন মাস্ক করেননি।

যার ফলে জয় নিশ্চিত হওয়ার পর ট্রাম্প তার বিশ্বস্ত সহযোগীকে সম্মানিত করতে ভুলেননি।

শোনা যায়, নির্বাচনে বিজয় নিশ্চিত হওয়ার পর ডোনাল্ড ট্রাম্প প্রশাসনে ইলন মাস্ককে একটি বড় পদে আমন্ত্রণ জানিয়েছেন। অনেকেই ধারণা করছেন ওভাল অফিসে নতুন মুখ হতে পারেন মাস্ক।

এদিকে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা একটি ছবিতে দেখা গেছে, বিজয়ের পর ট্রাম্পের একটি পারিবারিক ছবিতে ছেলে এক্স-অ্যাশকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছেন মাস্ক। কিন্তু এই ছবিতে মেলানিয়া ট্রাম্পের অনুপস্থিতি অনেককেই অবাক করেছে।

এক্সে ওই ছবিটি পোস্ট করেছেন ট্রাম্পের নাতনি কাই ট্রাম্প। ১৭ বছরের কাই ট্রাম্পের বড় ছেলে ট্রাম্প জুনিয়র এবং ভেনেসা ট্রাম্প দম্পতির মেয়ে। ছবিটি পোস্ট করে তিনি এর ক্যাপশনে লিখেছেন-‘পুরো স্কোয়াড’।

এমএফ

© 2026 republicdhaka.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM