মঙ্গলবার | ১৩ জানুয়ারি, ২০২৬ | ২৯ পৌষ, ১৪৩২

চীনকে ঠেকাতে এক হচ্ছে ভারত-যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক: মহাকাশ প্রযুক্তিতে ভারতে সহযোগিতা আরও বিস্তৃত করতে চায় মার্কিন যুক্তরাষ্ট্র। কেননা, এটি চীনের মতো প্রতিপক্ষকে অস্বীকার কারার জন্য চূড়ান্ত সীমান্তের সামরিকীকরণের সঙ্গে সম্পর্কিত। দিল্লিতে শীর্ষ সামরিক ও মহাকাশ সংস্থার অধিকারিকদের সাথে দেখা করে এমনটাই জানিয়েছেন মার্কিন মহাকাশ কমান্ডের কৌশল প্রধান মেজর জেনারেল ব্রায়ান ডব্লিউ গিবসন।

গিবসন বেইজিংয়ের মহাকাশ কর্মসূচিকে লাল পতাকার সঙ্গে তুলনা করে বলেন, ‘চীন মহাকাশ প্রযুক্তির সামরিক ব্যবহারে একটি শ্বাসরুদ্ধকর গতিতে অগ্রসর হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘মহাকাশে সংঘাত অনিবার্য নয়… অন্য সব ডোমেনের মতোই। তবে আমরা আমাদের শত্রুদের নিবৃত্ত করতে চাই। এক্ষেত্রে একটি উপায় হলো একা না যাওয়া… আমরা একসাথে যাই, আমরা একসাথে লড়াই করি। আর এটাই আমার উদ্দেশ্য। আমাদের সম্পর্ককে প্রসারিত করতে, আমরা যেখানে পারি এবং যেখানে আমাদের স্বার্থ আছে সেখানে সহযোগিতা করুন।’

সেই সঙ্গে তিনি বলেন, ‘আমি আশা করি এটি দুটি মহাকাশ উদ্যোগ এবং দুটি সামরিক বাহিনীর মধ্যে এ দ্বিপাক্ষিক কথোপকথন বিশ্বাস বাড়াবে। কারণ মহাকাশে আন্তঃকার্যক্ষমতা গুরুত্বপূর্ণ।’

জেনারেল গিবসন আরও বলেন, বর্তমান বিশ্বের বাস্তবতা হল, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারত ‘চীনের মতো সম্ভাব্য প্রতিপক্ষ’ থেকে দুটি দেশ একসাথে যে চ্যালেঞ্জগুলির মুখোমুখি হচ্ছে তার বেশিরভাগ নজরে রয়েছে। যে কারণে সম্মিলিত হুমকির বিরুদ্ধে লড়াই করার জন্য অংশীদারিত্ব গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। কেননা, তাদের অগ্রগতি শ্বাসরুদ্ধকর।’

এমএফ

© 2026 republicdhaka.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM