বৃহস্পতিবার | ১৫ জানুয়ারি, ২০২৬ | ১ মাঘ, ১৪৩২

শপথ নিতে গিয়ে অঝোরে কাঁদলেন জেলা জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক: ২০২৫-২০২৬ সেশনের নবনির্বাচিত কিশোরগঞ্জ জেলা আমিরের শপথগ্রহণ ও সদস্য (রুকন) সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৮ নভেম্বর) সকাল ১০টার দিকে জেলা শহরের নগুয়া এলাকায় আল-ফারুক ট্রাস্ট মিলনায়তনে এ শপথগ্রহণ ও সদস্য (রুকন) সম্মেলন অনুষ্ঠিত হয়।

এ সময় নবনির্বাচিত কিশোরগঞ্জ জেলা আমির অধ্যাপক মো. রমজান আলীকে শপথ বাক্য পাঠ করান কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও মিডিয়া সেক্রটারী অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ। পঞ্চম বারের মতো জেলা আমিরের দায়িত্ব পাওয়ায় শপথের সময় কান্নায় ভেঙে পড়েন নবনির্বাচিত জেলা আমির। পরে সদস্য (রুকন)দের ভোটে জেলা মজলিসে শূরা সদস্যদেরও নির্বাচন অনুষ্ঠিত হয়।

জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মো. রমজান আলীর সভাপতিত্বে ও সেক্রটারী মাওলানা নাজমুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ অঞ্চলের টিম সদস্য মাওলানা এনামুল হক, সাবেক জেলা আমির মাওলানা তৈয়বুজ্জামান, জেলা নায়েবে আমি অধ্যক্ষ মাওলানা আজিজুল হক প্রমুখ।

জেলা আমিরের শপথ ও মজলিসে শূরা সদস্য নির্বাচনে জেলার ৬০০ নারী-পুরুষ সদস্য (রুকন) উপস্থিত ছিলেন।

গত ১৯ অক্টোবর কিশোরগঞ্জ জেলার ৬০০ নারী-পুরুষ সদস্য (রুকন) ২০২৫-২০২৬ সেশনের জেলা আমির নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করেন। পরে ২৪ অক্টোবর কেন্দ্রীয় সংগঠন নবনির্বাচিত জেলা জামায়াতে ইসলামীর আমিরের নাম ঘোষণা করে।

এমএফ

© 2026 republicdhaka.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM