শুক্রবার | ১৬ জানুয়ারি, ২০২৬ | ২ মাঘ, ১৪৩২

বিশ্ববিদ্যালয় কোনো দল বা গোষ্ঠীর জায়গা নয়: সারজিস আলম

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম বলেছেন, বিশ্ববিদ্যালয় কোনো দল বা গোষ্ঠীর জায়গা নয়। বিশ্ববিদ্যালয়কে বিশ্ববিদ্যালয়ের জায়গায় রাখতে হবে।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) বিকেলে দিনাজপুরে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এক ছাত্র সমাবেশে তিনি এ কথা বলেন।

সারজিস আলম বলেন, আমরা যদি বিশ্ববিদ্যালয় থেকে আগামীর বাংলাদেশের নেতৃত্ব চাই তাহলে লেজুরবৃত্তির রাজনীতি নয়, ছাত্র সংসদ নির্বাচন দিতে হবে।

সারজিস বলেন, ২০২৪ সালে জুলাইয়ের ছাত্র-জনতার অভ্যুত্থান হয়েছে। আমরা সবাই সহযোদ্ধা। বিগত ১৬ বছরে শোডাউন কারা দিত সবাই তা জানেন। বিশ্ববিদ্যালয়ে যদি পায়ে হেঁটে চলার মানসিকতা না থাকে তাহলে আমি কি সাধারণ শিক্ষার্থীদের কাতারে পড়ি। পায়ে হাটার মানসিকতা না থাকলে একজন সাধারণ শিক্ষার্থীর প্রতিনিধি হওয়ার নৈতিক অধিকার কখনোই থাকতে পারে না। আমরা নেতা তৈরি করবো না, আমরা আমাদের প্রতিনিধি তৈরি করবো।

এসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আরেক সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেন, বিশ্ববিদ্যালয়ে ছাত্ররা রাষ্ট্র সংস্কার করতে আসে না। সাধারণ শিক্ষার্থীরা আসে তার পরিবারের হাল ধরতে, নিজের হাল ধরতে। রাষ্ট্র সংস্কার ছাত্রদের একটি ডিফল্ট প্রক্রিয়া।

তিনি বলেন, আপনারা যারা শিক্ষক রয়েছেন, যারা প্রশাসন রয়েছেন। তারা ক্ষমতামুখী না হয়ে ছাত্রমুখী হন, শিক্ষার্থী মুখী হন। স্কুলের একজন টিচারকে দূর থেকে দেখলেই আমরা সালাম দেই। কিন্তু বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে সেমিস্টার শেষ হলেই শিক্ষক-ছাত্রের সম্পর্ক শেষ হয়। তার মানে শিক্ষকদের অনেক দায়ভার আছে। শিক্ষকতা একটা পরিচয়, শিক্ষক হয়ে আলাদাভাবে রাজনীতি করার প্রয়োজন হয় না।

© 2026 republicdhaka.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM