মঙ্গলবার | ১৩ জানুয়ারি, ২০২৬ | ২৯ পৌষ, ১৪৩২

মালয়েশিয়া যাচ্ছেন শাকিব-দীঘি

বিনোদন ডেস্ক: প্রবাসে বসবাসরত বাঙালি রেমিট্যান্স যোদ্ধাদের নিয়ে আয়োজন করা হচ্ছে ‘রিয়েল হিরোস অ্যাওয়ার্ড ২০২৪’। আগামী ৮ ডিসেম্বর মালয়েশিয়ার কুয়ালালামপুরে বসবে এ অনুষ্ঠানের তৃতীয় সিজন। প্রবাসী বাঙালিদের আড়ালে থাকা কাজগুলো সামনে তুলে ধরতেই এই আয়োজন। এ অনু্ষ্ঠানের প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত থাকবেন ঢালিউড সুপারস্টার শাকিব খান।
শাকিব খান বলেন, ‘বৈধ পথে রেমিট্যান্স পাঠিয়ে যারা দেশ গড়ছেন এবং দেশের মানুষের কল্যাণে কাজ করছেন তাদের সম্মানিত করতে আগামী ৮ ডিসেম্বর আমি আসছি ইনসিয়া রেমিট্যান্স ফেয়ার ও রিয়েল হিরো অ্যাওয়ার্ড সিজন থ্রিতে।’
শাকিব ছাড়াও এ আয়োজনে থাকবেন জনপ্রিয় অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি, প্রিয়াঙ্কা জামান, মিম চৌধুরী, সংগীতশিল্পী পুলক অধিকারী, কাজল আরিফ ও আসিয়া ইসলাম দোলা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার মোহাম্মদ শামীম আহসান।
এ আয়োজনে বৈধ পথে রেমিট্যান্স পাঠাতে উদ্বুদ্ধ করা হবে প্রবাসীদের। একইসঙ্গে সর্বোচ্চ রেমিট্যান্স পাঠানো প্রবাসীদের হাতে তুলে দেওয়া হবে ‘রিয়েল হিরোস অ্যাওয়ার্ড’। তা ছাড়া যারা বিভিন্ন খাতে অবদান রেখে দেশের অর্থনীতির চাকা গতিশীল রেখেছেন তাদেরকেও সম্মানিত করা হবে।
আয়োজকরা বলেন, ‘মালয়েশিয়ার রেমিট্যান্স যোদ্ধাদের নিয়ে এই প্রথম এত বড় আয়োজন, রেমিট্যান্স ফেয়ার এবং রিয়েল হিরোস অ্যাওয়ার্ড। যারা রেমিট্যান্স পাঠিয়ে প্রমাণসহ রেজিস্ট্রেশন করবেন তারাই উক্ত অনুষ্ঠানে ফ্রি এন্ট্রি পাবেন।’এটি রিয়েল হিরো অ্যাওয়ার্ডের তৃতীয় আসর। প্রথম ও দ্বিতীয় আসর সফলভাবে সম্পন্ন হয় দুবাইয়ে। এবারই প্রথম মালয়েশিয়ায় অনু্ষ্ঠিত হতে যাচ্ছে এটি।

© 2026 republicdhaka.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM