বৃহস্পতিবার | ১৫ জানুয়ারি, ২০২৬ | ১ মাঘ, ১৪৩২

গাজীপুরের বন্ধ ঘোষণা করা তুসুকা গ্রুপের ২৩৯ শ্রমিক ছাঁটাই

নিজস্ব প্রতিবেদক: গাজীপুর নগরের কোনাবাড়ী এলাকার তুসুকা গ্রুপের ৬টি কারখানা এক সপ্তাহ আগে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। এবার বন্ধ থাকা কারখানাগুলোর ২৩৯ জন শ্রমিককে ছাঁটাই করা হয়েছে।বৃহস্পতিবার (৭ নভেম্বর) সকালে ছাঁটাইকৃত শ্রমিকদের একটি তালিকা কারখানার প্রধান ফটকে সাঁটিয়ে দেওয়া হয়েছে। এ নিয়ে শ্রমিকদের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে।
ছাঁটাইকৃত শ্রমিক বিল্লাল হোসেন বলেন, প্রায় এক সপ্তাহ ধরে কারখানা বন্ধ আছে। এর মধ্যে, বুধবার রাতে মোবাইলে মেসেজ আসে, মো. বিল্লাল আপনাকে ৬/১১/২০২৪ থেকে অবসান করা হলো। আপনার সমুদয় পাওনাদি কারখানার হিসাব শাখা হতে দেয়া হবে। ফেরদৌসি আক্তার নামে এক নারী শ্রমিক বলেন, আমরা চাকরি ফিরে চাই। কাজ করতে চাই। আমরা কোনো ঝামেলা চাই না।
কারখানা কর্তৃপক্ষ ও শিল্প পুলিশ জানায়, শ্রমিক আন্দোলনের কারণে গত ২ নভেম্বর তুসুকা গ্রুপের ৬টি কারখানা শ্রম আইনের ১৩(১) ধারায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। কিছুদিন বন্ধ থাকার পর কারখানায় বিশৃঙ্খলার অভিযোগে ২৩৯ জন শ্রমিককে ছাঁটাই করা হয়েছে। এ খবরে সকাল থেকে আশপাশের পুরুষ ও নারী শ্রমিকরা কারখানার সামনে ভিড় করছেন।
তুসুকা গ্রুপের পরিচালক তারেক হাসান বলেন, শ্রম আইনের বিধি মোতাবেক ২৩৯ জন শ্রমিককে ছাঁটাই করা হয়েছে। তাদের সকল পাওনাদি শ্রম আইন অনুযায়ী পরিশোধ করা হবে।
গাজীপুর শিল্প পুলিশের সহকারী পুলিশ সুপার আবু তালেব বলেন, শ্রমিক ছাঁটাইয়ের খবরে কোনাবাড়ীসহ বিভিন্ন এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সেই সঙ্গে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।

© 2026 republicdhaka.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM