সোমবার | ১২ জানুয়ারি, ২০২৬ | ২৮ পৌষ, ১৪৩২

বাংলাদেশের বিপক্ষে ৬ উইকেট নেওয়ার রহস্য ফাঁস করলেন আফগান স্পিনার

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ৯২ রানের বড় জয় পেয়েছে আফগানিস্তান। আগে ব্যাট করে বাংলাদেশকে ২৩৬ রানের লক্ষ্য দিয়েছিল আফগানিস্তান। জবাব দিতে সৌম্য সরকার এবং নাজমুল হাসান শান্তর ব্যাটে দুর্দান্ত শুরু করেছিল টাইগাররা। একটা সময় মনে হচ্ছিল বড় ব্যবধানে হারতে যাচ্ছে আফগানরা।
কিন্তু ৩০ থেকে ৩৩ এই তিন ওভারেই ম্যাচ নিজেদের করে নিয়েছেন রশিদ-গজানফররা। ১১ রানের ব্যবধানে ৭ উইকেট হারিয়ে ১৪৩ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। যেখানে ৬ উইকেট শিকার করে ম্যাচসেরা হয়েছেন আল্লাহ গজানফর। ম্যাচ শেষে নিজের অসাধারণ পারফরম্যান্স এবং বাংলাদেশকে ধষিয়ে দেওয়ার কারণ জানিয়েছেন এই স্পিনার।
গজানফার বলেন, প্রথম স্পেলে যখন বোলিং করতে আসি, ছন্দ ভালোই ছিল। ১টি উইকেট পাই। কিন্তু ওই উইকেট পাওয়ার পর ভালো বোলিং করতে পারিনি। এরপর দ্বিতীয় স্পেলে শক্তিশালী হয়ে ফেরার কথা চিন্তা করেছি এবং আমি তা পেরেছি। বাংলাদেশের বিপক্ষে ৬ উইকেট শিকার করে স্বপ্ন পূরণ হয়েছে জানিয়েছেন গজানফর। তার ভাষ্য, চেষ্টা করেছি, দলের জয় আনতে পেরেছি। দলের হয়ে ৫-৬ উইকেট নেওয়া যেকোনো বোলারের স্বপ্ন। আমারও স্বপ্ন ছিল, যেটা আজ পূরণ হয়েছে।
দলের সিনিয়র ক্রিকেটার রাশিদ খান ও মোহাম্মদ নবী বল করার সময় পরামর্শ দিয়েছিল বলে জানিয়েছিলেন গজানফর। তিনি বলেন, রাশিদ ও নবীর ভূমিকা আমার বোলিংয়ের জন্য গুরুত্বপূর্ণ ছিল। তারা সব সময় আমাকে কার্যকর পরামর্শ দেন, যা ম্যাচে ভালো ফল এনে দেয়।

© 2026 republicdhaka.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM