সোমবার | ১২ জানুয়ারি, ২০২৬ | ২৮ পৌষ, ১৪৩২

চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে গ্যালারিতে অসুস্থ হয়ে বায়ার্ন সমর্থকের মৃত্যু

স্পোর্টস ডেস্ক: উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে পর্তুগালের লিসবনভিত্তিক ক্লাব বেনফিকা মুখোমুখি হয়েছিল বায়ার্ন মিউনিখ। এই ম্যাচে ১-০ গোলের ব্যবধানে জয় পেয়েছে জার্মান জায়ান্টরা। তবে জয়ের আনন্দ বেশিক্ষণ ধরে রাখতে পারেনি তারা। মাঠ ছাড়ার আগেই শোক সংবাদ শুনতে হয় তাদের। খেলে দেখতে এসে মৃত্যুর কোলে ঢলে পড়েন ক্লাবের এক সমর্থক।
বুধবার (৬ নভেম্বর) রাতে ম্যাচ শুরুর কিছুক্ষণ পরেই ঘটে এই দুর্ঘটনা। তাৎক্ষণিকই অ্যালিয়াঞ্জ অ্যারেনায় প্রবেশ করতে দেখা যায় জরুরি মেডিকেল সেবার কর্মকর্তা ও পুলিশ অফিসারদের।
পরবর্তীতে জানা যায়, গ্যালারিতেই অসুস্থ হয়ে পড়েছেন এক বায়ার্ন ভক্ত। দ্রুত তাকে হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করা হয়। হাসপাতালে নেওয়ার পথেই মারা যান ওই সমর্থক।
এমন অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে জার্মান ফুটবলে। সমর্থকের মৃত্যুতে শোক প্রকাশ করেছে বায়ার্ন মিউনিখও। মৃত ব্যক্তির সম্মানে এই রাতে কোনো গান গাওয়া বা কোনো ধরনের জয়োধ্বনিও তোলেনি বায়ার্ন সমর্থকরা। পুরো স্টেডিয়াম জুড়ে ছিল নীরবতা।
বায়ার্ন মিউনিখ সমর্থকদের সংগঠন ক্লাব এআর ১২ জানিয়েছে, জরুরি চিকিৎসার কারণে আজকে যথারীতি সমর্থন (গান বা জয়োধ্বনি) করা হচ্ছে না। খেলার চেয়ে জীবন বেশি গুরুত্বপূর্ণ। আমরা তার পরিবার এবং বন্ধুদের ধৈর্য ধরার সামর্থ্য বৃদ্ধি কামনা করি।’
এক বিবৃতিতে বায়ার্ন জানিয়েছে, আলিয়াঞ্জ অ্যারেনার স্ট্যান্ডে একটি মেডিকেল জরুরি অবস্থা শুরু থেকেই খেলার উপর ছায়া ফেলেছিল। সমর্থকরা স্বাভাবিক সোচ্চার সমর্থন থেকে বিরত ছিল। ক্লাবটি ম্যাচের কভারেজও কমিয়ে দিয়েছে।
শেষ বাঁশি বাজানোর প্রায় এক ঘণ্টা পর জার্মান রেকর্ড চ্যাম্পিয়নরা দুঃখজনক সংবাদ পেল যে ভক্ত হাসপাতালে যাওয়ার পথে মারা গেছে। এফসি বায়ার্ন ভক্তের আত্মীয়দের সঙ্গে শোক ভাগাভাগি করছে।

© 2026 republicdhaka.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM