নিজস্ব প্রতিবেদক: বায়তুল মোকাররম জাতীয় মসজিদে তাবলীগ জামাতের দুই পক্ষের মধ্যে হাতাহাতি ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৭ নভেম্বর) জোহরের নামাজের শেষে তাবলীগ জামাতের ভারতের মুরুব্বী মাওলানা সাদ কান্ধলভীর সমর্থকরা তালিমে বসে। একপর্যায়ে বাংলাদেশের তাবলীগের মুরুব্বী মাওলানা জোবায়েরপন্থীরা তাদের তালিম করতে বাধা দেয়।
নাম প্রকাশে অনিচ্ছুক প্রত্যক্ষদর্শী এক মুসুল্লি বলেন, সাদপন্থীরা তালিমে বসলে জোবায়েরপন্থীরা তাদের কিতাব কেড়ে নিয়ে মসজিদ থেকে বেরিয়ে যেতে বলে। পরে উভয় পক্ষের মধ্যে তর্ক বির্তক হয়। একপর্যায়ে তর্ক বির্তক হাতাহাতি পর্যন্ত গড়ায়। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন মুসুল্লি আহত হয়। পরে সাধারণ মুসুল্লি ও প্রসাসনের সহযোগিতায় পরিস্থিতি স্বাভাবিক হয়।
প্রসঙ্গত, আসন্ন ইজতেমায় কোন পক্ষ আগে অংশগ্রহণ করবে তা নিয়ে বিগত কয়েকদিন ধরে তাবলীগের দুই পক্ষের মধ্যে চলছে উত্তেজনা। গত ৫ নভেম্বর জোবায়েরপন্থীরা সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করে ভারতের মাওলানা সাদকে অবাঞ্চিত ঘোষণা করে। তাকে বাংলাদেশে আসতে দিবে না বলে হুঁশিয়ারি দেয়।
এর বিপরীতে বুধবার (৬ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করে ভারতের মাওলানা সাদপন্থীরা। তারা বলেন যে কোন মূল্যে তারা মাওলানা সাদকে বাংলাদেশে আনবেন এবং প্রথম পর্বের ইজতেমায় অংশগ্রহণ করবেন।
আরএস