মঙ্গলবার | ১৩ জানুয়ারি, ২০২৬ | ২৯ পৌষ, ১৪৩২

এবার হত্যার হুমকি পেলেন শাহরুখ খান!

বিনোদন ডেস্ক: বলিউড ভাইজান সালমান খানের হত্যা চেষ্টার খবর ভারতে শোরগোল ফেলে দিয়েছে। এরই মধ্যে খবর এলো একই ঝুঁকিতে রয়েছেন শাহরুখ খান। বৃহস্পতিবার (৭ নভেম্বর) সকালে একটি হুমকি পান অভিনেতা। ফোন পেয়েই পুলিশকে বিষয়টি জানান। তড়িঘড়ি করে শুরু হয় তদন্ত।অজ্ঞাত একটি ফোন নম্বর থেকে খুনের হুমকি আসে। এই মর্মে বৃহস্পতিবার একটি অভিযোগ দায়ের হয়েছে বান্দ্রা থানায়।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের খবরে, মামলাটি বিএনএসের ৩০৮ (৪) এবং ৩৫১ (৩) (৪) ধারায় নথিভুক্ত করা হয়েছে। পুলিশ কলদাতাকে খুঁজে বের করতে এবং অভিনেতাদের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে। মুম্বাই পুলিশ ছত্তিশগড়ের রায়পুরে কলটি ট্রেস করেছে বলে জানা গেছে। তারপর সেখানে তদন্ত শুরু হয়েছে।
এর আগে ৫ নভেম্বর, মুম্বাই পুলিশ সুপারস্টার সালমান খানের বিরুদ্ধে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের কাছ থেকে একটি হুমকি বার্তা পেয়েছিল। হুমকি বার্তাটি অভিনেতাকে দুটি বিকল্প দিয়েছিল ক্ষমা চাওয়া বা বেঁচে থাকার জন্য ৫ কোটি রুপি দেয়া।
এক সপ্তাহের মধ্যে এটি সালমান খানের দ্বিতীয় মৃত্যুর হুমকি। এছাড়া ২৪ অক্টোবর, মুম্বাই পুলিশ জামশেদপুর থেকে একজন ব্যক্তিকে গ্রেপ্তার করেছিল যে গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের নামে সালমান খানকে হুমকি দিয়েছিল এবং ৫ কোটি মুক্তিপণ দাবি করেছিল।

© 2026 republicdhaka.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM